৪৪ ম্যাচ কম খেলেই ওয়ার্নের পাশে অশ্বিন

২২ সেপ্টেম্বর ২০২৪

৪৪ ম্যাচ কম খেলেই ওয়ার্নের পাশে অশ্বিন

বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্ট শুরুর দুই দিন আগে ৩৮ বছর বয়সে পা রাখেন রবিচন্দ্রন অশ্বিন। বোলার হিসেবে বেশি পরিচিত হলেও নাজমুল হোসেন শান্তর দলের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে শুরুর ঝলকটা দেখিয়েছিলেন ব্যাট হাতে। এরপর বল হাতে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট তুলে নিয়ে নাম লিখিয়েছেন অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের পাশে।

রোববার ঘরের মাঠ এম চিদাম্বরাম স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ দিন মেহেদী হাসান মিরাজকে তুলে নিয়ে ক্যারিয়ারে এক ইনিংসে ওয়ার্নের সমান ৩৭তম বারের মতো ৫ উইকেট নেন অশ্বিন। চেন্নাইতে জন্ম নেওয়া এই ক্রিকেটার টেস্ট খেলেছেন ১০১টি, যার মধ্যে বল করেন ১৯১ ইনিংসে।

অন্যদিকে ১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ওয়ার্নের ৩৭ বার ইনিংসে পাঁচ উইকেট নিতে ম্যাচ খেলেন ১৪৫টি, যার মধ্যে বল করেন ২৭৩ ইনিংস।

টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশি ৫ উইকেট নেওয়া বোলারদের তালিকার তাদের ওপরে আছেন কেবল শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। সর্বোচ্চ ৬৭ বার ইনিংসে ৫ উইকেট নিতে তিনি খেলেছেন ১৩৩টি টেস্ট।

ম্যাচের প্রথম দিন ১৪৪ রানে ভারতের ৬ উইকেটের পতনের পর ক্রিজে আসা অশ্বিন দলকে বিপদমুক্ত করে খেলেন ১১৩ রানের দুর্দান্ত এক ইনিংস। এরপর বল হাতে প্রথম ইনিংসে কোনো উইকেট না পেলেও দ্বিতীয় ইনিংসে শিকার করেন ৬ উইকেট।

ওয়ার্নের পাশে নাম লেখানো ছাড়াও ক্যারিয়ারে চতুর্থবারের মতো এক টেস্টে সেঞ্চুরি ও ইনিংসে ৫ উইকেট শিকার করলেন অশ্বিন। পাঁচবার এই কীর্তি গড়ে এই তালিকায় তার উপরে আছেন কেবল ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ইয়ান বোথাম।

ক্যারিয়ারে ২৯ বার ইনিংসে ৫ উইকেট ভারতের মাটিতে নিয়েছেন অশ্বিন। বাকি ৮ বার দেশের বাইরে। এর মধ্যে সবচেয়ে বেশি ৪ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজে। প্রতিপক্ষ বিচারে ইনিংসে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে, ২৪ ম্যাচ ৮ বার। বাংলাদেশের বিপক্ষে এই সংখ্যা ২ বার।

মন্তব্য করুন: