সাকিবকে প্রয়োজন না পড়ায় বোলিংয়ে আনেননি শান্ত

২২ সেপ্টেম্বর ২০২৪

সাকিবকে প্রয়োজন না পড়ায় বোলিংয়ে আনেননি শান্ত

ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে আলোচনায় ছিল সাকিব আল হাসানের পারফরম্যান্স। বিশেষ করে প্রথম ইনিংসে বাঁহাতি এই স্পিনারের কম ওভার করা নিয়ে বেশ কথা হয়েছে। ধারাভাষ্যকক্ষে কথা উঠেছিল তার চোট নিয়েও। তবে ম্যাচ শেষে দলের সেরা খেলোয়াড়কে বোলিংয়ে না আনার কারণ খোলাসা করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

রোববার চেন্নাই টেস্টের চতুর্থ দিন দলীয় ১৯৪ রানের সাকিব আউট হলে দ্রুতই গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ ৬ উইকেট হারায় মাত্র ৪০ রানে। ২৮০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেছে ভারত।

পুরো ম্যাচে মোট ২১ ওভার বল করা সাকিব ছিলেন বেশ খরুচে। কোনো উইকেট না পাওয়া এই অভিজ্ঞ স্পিনার রান দিয়েছেন মোট ১২৯।

প্রথম ইনিংসের ৫৩তম ওভারে প্রথমবারের মতো সাকিবকে আক্রমণে আনেন অধিনায়ক শান্ত। ভারতের ইনিংসের স্থায়ীত্ব ছিল ৯১ ওভার ২ বল। আর বল করেন মোট ৮ ওভার। রান দেন ৫০।

দ্বিতীয় ইনিংসে অবশ্য শুরুর দিকেই আক্রমণে আসেন সাকিব। এবার মোট ৬৪ ওভারের মধ্যে করা ১৩ ওভারে তিনি ৭৯ রান দেন।  

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিবের বোলিং কম করার কারণ জানতে চাওয়া হলে শান্ত জানান, প্রথম ইনিংস তার বোলিংয়ের প্রয়োজন পড়েনি।

“সাকিব ভাইয়ের বোলিংয়ের ব্যাপারে… আমাদের যদি দেখেন প্রথম ইনিংসে তিন পেস বোলারই দারুণ বোলিং করেছে। তাই আমার প্রয়োজনই পড়েনি তাকে বোলিংয়ে আনার জন্য। আর এক পাশ থেকে মিরাজ ভালো বল করছিল। তো এটা একটা পরিকল্পনাই ছিল, যে যত বেশি পারি ফাস্ট বোলারদের দিয়ে বল করাতে। ৬টা উইকেটও আমরা তাড়াতাড়ি নিলাম। তাই এটাই পরিকল্পনা ছিল।”

সাকিবের আঙুলের চোটের বিষয়েও কথা বলেন বাংলাদেশ অধিনায়ক। তবে এ কারণে ম্যাচে দেশসেরা পারফরম্যান্স খারাপ হয়েছে কি না তা নিয়ে কথা বলতে নারাজ তিনি।

“আঙুলের যে ব্যাপারটা, টেপ পেঁচিয়েছেন। বল লেগেছিল, ওখানে ব্লিডিংও হয়েছিল। যে কারণে টেপ প্যাঁচানো। আমি কখনও নির্দিষ্ট কারও পারফরম্যান্স নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। কারণ খেলাটা দলীয় খেলা। পুরা দলের অবদানেই কিন্তু একটা ম্যাচ জেতা সম্ভব। সব মিলিয়ে আমরা সবাই মিলে যদি অবদান রাখতাম, তাহলে ভালো কিছু হতো। তো আলাদা করতে ব্যক্তিগত কাউকে নিয়ে আমি চিন্তিত নই।”

মন্তব্য করুন: