দেশে ফিরলে ‘গ্রেফতার হবেন না’ সাকিব

২৪ সেপ্টেম্বর ২০২৪

দেশে ফিরলে ‘গ্রেফতার হবেন না’ সাকিব

ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই দেশের বাইরে আছেন সাকিব আল হাসান। পাকিস্তান ও ভারতের বিপক্ষে সিরিজ খেলতে দলের সঙ্গে যোগ দিয়েছেন আলাদাভাবে। তবে আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সম্ভাব্য টেস্ট সিরিজে অংশ নিতে বাঁহাতি এই অলরাউন্ডার দেশে ফিরলে কোনো সমস্যায় পড়বেন না বলে জানিয়েছে বিসিবি।

সরকারবিরোধী বিক্ষোভে এক পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় গত মাসে সাকিবসহ ১৪৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। সে সময় ক্ষমতাসীন আওয়ামী লিগের সংসদ সদস্য ছিলেন সাকিব।  অথচ গণআন্দোলনের আগে থেকে দেশেই ছিলেন না এই অলরাউন্ডার। গত জুলাইয়েই যুক্তরাষ্ট্র ও কানাডার ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি লিগ খেলতে দেশ ছাড়েন তিনি। আর ঘটনার সময় কানাডার গ্লোবাল টি-টুয়েন্টি লিগে খেলছিলেন তিনি।

সোমবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির ক্রিকেট অপারেশনের দায়িত্ব থাকা শাহরিয়ার নাফিস জানান, অন্তর্বর্তীকালীন সরকার বিসিবিকে আশ্বস্ত করেছে সাকিবকে মামলার বিষয়ে ‘হয়রানি’ করা হবে না।

সাকিব আল হাসানের ব্যাপারে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন। বাংলাদেশ সরকার থেকেও পরিষ্কার বার্তা আছে, যে মামলাগুলো হয়েছে, সেগুলোতে কাউকে অন্যায়ভাবে হেনস্তা করা হবে না। সাকিবের ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থান খুব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছে। চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচনজনিত কোনো ইস্যু যদি না থাকে, এখন পর্যন্ত সাকিব আল হাসানের হোম সিরিজে না খেলার কোনো কারণ আমি দেখি না।”

গত মাসে সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আশা প্রকাশ করেন, সাকিবকে গ্রেফতার করা হবে না। এ বিষয়ে পুলিশকে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা আছে বাংলাদেশের। এরই মধ্যে দুই ম্যাচের ভেন্যু ঢাকা ও চট্টগ্রাম পরিদর্শন করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা দল। সফরের বিষয়ে বিসিবিকে চলতি সপ্তাহেই তাদের সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে।

মন্তব্য করুন: