জয় দিয়ে বিশ্বকাপ শুরুর লক্ষ্য জ্যোতিদের

২৪ সেপ্টেম্বর ২০২৪

জয় দিয়ে বিশ্বকাপ শুরুর লক্ষ্য জ্যোতিদের

মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচবার অংশ নিয়েছে বাংলাদেশ। কিন্তু প্রথম আসরের পর একবারও জয়ের দেখা পায়নি তারা। তাই এবারের আসরের শুরুটা জয় দিয়ে করতে চাইছেন নিগার সুলতানা জ্যোতি। এটি করতে পারলে দল সেমি-ফাইনালে খেলার স্বপ্ন দেখবে বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

আগামী ৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের নবম আসর। শুরুতে বাংলাদেশে টুর্নামেন্ট আয়োজন করার কথা থাকলেও দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে শেষ মুহূর্তে তা সরিয়ে নেওয়া হয়।

টুর্নামেন্টে অংশ নিতে বৃহস্পতিবার সকালে দেশ ছাড়বে জ্যোতির দল। তার আগে মঙ্গলবার বিশ্বকাপের যাওয়ার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দলের লক্ষ্য নিয়ে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক।

২০১৪ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেয় বাংলাদেশ। সেবার শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে হারিয়ে দারুণ শুরু করেছিল তারা। কিন্তু এরপরের চার আসরের ১৬ ম্যাচে জয় পায়নি একটিতেও। আর তাই এবারের আসরে দল আকাশকুসুম কোনো চিন্তা করছে না বলে জানান জ্যোতি।

“আমি নিজেও চারটি বিশ্বকাপ খেলেছি, এখন পর্যন্ত একটা ম্যাচ জিততে পারিনি। অবশ্যই এবার বিশ্বকাপে আমার ব্যক্তিগতভাবে যেমন লক্ষ্য, তেমনি গোটা দলেরই লক্ষ্য যেন আমরা একটা ম্যাচ জিতে শুরু করতে পারি।”

এবারের টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। শারজার স্পিন কন্ডিশনে খেলা হবে দেখে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দলের ভালো করার সম্ভাবনা আছে বলে জানান বাংলাদেশ অধিনায়ক।

“প্রতিটি ম্যাচের আগে যদি ওই দলের প্রতি বেশি মনোযোগ দিই এবং আমরা যদি ম্যাচ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, আমাদের জন্য ভালো হবে। আমরা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এসেছি টি-টুয়েন্টিতে (তাদের দেশে)। তাদের বিপক্ষে আমাদের ভালো স্মৃতি আছে। ইংল্যান্ডের সঙ্গে আমাদের বরাবরই শুধু বিশ্বকাপে দেখা হয় এবং খুব কম খেলা হয়। বলা যায় নতুন প্রতিপক্ষ, ওদের জন্যও কিন্তু কঠিন হতে পারে। শারজায় খেলা, আমাদের স্পিন ভালো (হাসি)। যেকোনো কিছুই হতে পারে।”

“প্রথম লক্ষ্য থাকবে ম্যাচ জেতা। এরপর যখন আমরা ছন্দ পাব, সেই ছন্দেই, …সেমিফাইনাল কে না খেলতে চায়! আমাদেরও লক্ষ্য থাকবে তেমন কিছু করা।”

টুর্নামেন্টের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। স্কটিশদের বিপক্ষে এখন পর্যন্ত চারবারের দেখায় সবকটিতেই জয় বাঘিনীদের। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টি শততম ম্যাচে মাঠে নামবেন জ্যোতি। তাই জয় দিয়ে এটিকে স্মরণীয় করে রাখতে চান এই উইকেটকিপার-ব্যাটার।

“প্রথম ম্যাচ জিততে চাই, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমার জন্য ও গোটা দলের জন্য বড় একটি অর্জন হবে তা। ব্যক্তিগতভাবে ১০০তম ম্যাচ অবশ্যই বড় ব্যাপার। যদি সুস্থ থাকি ও খেলি, তাহলে লক্ষ্য তো এটাই থাকবে, এটা যেন স্পেশাল হয়ে থাকে, স্মরণীয় হয়ে থাকে সবার জন্য।”

মন্তব্য করুন: