ইংল্যান্ডের হয়ে খেললে এতদিনে অবসরে যেতেন অশ্বিন: পানেসার
২৪ সেপ্টেম্বর ২০২৪
বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সে ভারতকে জিতিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ব্যাট হাতে প্রথম ইনিংসে দারুণ শতক হাঁকিয়ে দলকে টেনে তোলার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে বল হাতে ছিলেন ভয়ঙ্কর। তবে এই ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে খেললে আরও আগে তাকে জাতীয় দল থেকে অবসর নিতে হতো বলে দাবি করেছেন দেশটির সাবেক স্পিনার মন্টি পানেসার।
অবশ্য এমন দাবির পেছনে যুক্তিও দেখান ইংল্যান্ডের হয়ে ৭৭ আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ক্রিকেটার। পানেসারের মতে, বয়সের কারণে জাতীয় দলের বাইরে থাকতেন ৩৮ বছর বয়সী অশ্বিন।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে পানেসার বলেন, “ইংল্যান্ড অনেক পরীক্ষা-নিরীক্ষা করে। অশ্বিন যদি ইংল্যান্ডের হতো, তাহলে সম্ভাবনাময় কোনো তরুণকে দলে নিতে তারা অশ্বিনকে অবসর নিতে বলত। আমার মনে হয় ইংল্যান্ড বেশি পরীক্ষা করে, তারা পরীক্ষা করতে পছন্দ করে।”
গত জুলাইয়ে ৪১ বছর বয়সে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন জেমস অ্যান্ডারসন। তবে দেশটির বেশ কিছু ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, নতুনদের সুযোগ করে দিতে ডানহাতি এই পেসারকে অবসর নিতে বাধ্য করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।
টেস্টে অশ্বিনের বর্তমান উইকেট ৫২২টি। এখনও খেলছেন এমন স্পিনারদের মধ্যে তার চেয়ে বেশি উইকেট শুধু ন্যাথান লায়নের। অস্ট্রেলিয়ার এই স্পিনারের উইকেট ৫৩০টি। দীর্ঘ সময় ধরে দাপট দেখানো এই দুই ডানহাতি অফ-স্পিনারের মধ্যে কে সেরা - এ নিয়ে আলোচনাও অনেক দিনের। তবে এক্ষেত্রে লায়নকে এগিয়ে রাখছেন পানেসার।
“আমার মতে, অশ্বিনের চেয়ে লায়ন এগিয়ে। সে বেশি ভালো বোলার। তবে ভারতের মাটিতে অশ্বিন ভালো, যখন সে বোলিং করে। সে ব্যাটারদের মতো ভাবে। ব্যাটারদের দুর্বলতা খুঁজে বের করে অশ্বিন সেটা ব্যবহার করতে পারে। এটা ওর বড় সুবিধা। অশ্বিন ব্যাটিংটাও ভালো করে। তাই বোলিংয়ের সময় ব্যাটারদের ভাবনা সে জানে।”
ব্যাটার হিসেবে অশ্বিন কতটা ভালো তার প্রমাণ পাওয়া গেছে বাংলাদেশের বিপক্ষে টেস্টের প্রথম ইনিংসে। রবীন্দ্র জাদেজাকে নিয়ে ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে দারুণ চাপে থাকা ভারতের হাল ধরেন তিনি। আট নম্বরে ব্যাটিংয়ে নেমে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিতে ১১৩ রানের ইনিংস খেলে দলকে ৩৭৬ রানের সংগ্রহ সংগ্রহ এনে দেন এই ডানহাতি ব্যাটার।
মন্তব্য করুন: