বাংলাদেশের বিপক্ষে পান্তের ব্যাটিংয়ের প্রশংসা আকরামের

২৪ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশের বিপক্ষে পান্তের ব্যাটিংয়ের প্রশংসা আকরামের

প্রায় দুই বছর পর বাংলাদেশের বিপক্ষে চেন্নাই টেস্ট দিয়ে ক্রিকেটের রাজকীয় ফরম্যাটে নতুন করে ফিরেছেন রিশাভ পান্ত। ২০২২ সালের ডিসেম্বরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পর সাদা পোশাকে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই বাঁহাতি এই ব্যাটার হাঁকিয়েছেন দারুণ এক শতক। আর তার এই পারফরম্যান্সকে অতিমানবীয় আখ্যা দিয়েছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম।

২০২২ সালের ডিসেম্বরে সড়ক দুর্ঘটনার কয়েকদিন আগেই বাংলাদেশের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে ৯৩ রানের ইনিংস খেলেন পান্ত। প্রত্যাবর্তনের টেস্টে একই প্রতিপক্ষে বিপক্ষে দ্বিতীয় ইনিংসে হাঁকান ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি।

১২৮ বলে ১৩ চার ছক্কায় সাজানো ১০৯ রানের দাপুটে ইনিংস দেখে ভারতীয় সংবাদ মাধ্যম স্পোর্টসকিড়াকে আকরাম বলেন, “পান্তের পারফরম্যান্সের দিকে তাকান, তার সেই দুর্ঘটনা থেকে ফেরার পর থেকে সে যেভাবে অতিমানবীয় পারফর্ম করছে তা অলৌকিক। যেভাবে তার দুর্ঘটনাটি ঘটেছে, পাকিস্তানে আমরা সবাই তার জন্য চিন্তিত ছিলাম। আমি তাকে নিয়ে উদ্বিগ্ন ছিলাম এবং টুইট করেছিলাম। সেখান থেকে ফিরে এসে সে আইপিএলে ৪০ গড়ে ৪৪৬ রান করেছে, স্ট্রাইক-রেট ছিল ১৫৫। সে একটা বিস্ময়বালক।

২০১৭ সালে টি-টুয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করা পান্ত নিজেকে আলাদাভাবে পরিচয় করান টেস্টে। দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড অস্ট্রেলিয়ার মাটিতে একটি করে সেঞ্চুরি আছে ২৬ বছর বয়সী এই ক্রিকেটারের। ৬টি সেঞ্চুরির কেবল দুটি ঘরের মাঠে।

পান্তের প্রশংসা করতে গিয়ে এই দিকটি তুলে ধরে আকরাম বলেন, “সে যে ভয়ংকর দুর্ঘটনার মধ্য দিয়ে গেছে, সেখান থেকে ফেরাতেই বোঝা যায় ছেলেটা মানসিকভাবে কতটা শক্তিশালী। সে যেভাবে পান্ত টেস্ট ক্রিকেট খেলত, অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করে পারফর্ম করেছিল। ইংল্যান্ডের বিপক্ষে যে কৌশলে সে ব্যাটিং করেছে, টেস্টে জেমস অ্যান্ডারসনের বিপক্ষে রিভার্স-সুইপ খেলেছে। এমনকি প্যাট কামিন্সের বিপক্ষেও। সে আসলেই স্পেশাল।

আগামী নভেম্বরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। দেশটিতে সবশেষ সফরে ইনিংসে ২৭৪ রান করেছিলেন পান্ত।

মন্তব্য করুন: