সাকিবের চোট নিয়ে কিছুই জানেন না হাথুরুসিংহে
২৫ সেপ্টেম্বর ২০২৪
ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের বেশির ভাগ সময়জুড়ে আলোচনায় ছিল সাকিব আল হাসানের চোট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরুর আগে দেশসেরা এই ক্রিকেটারের চোটের সবশেষ অবস্থা জানতে চাওয়া হলে হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহে জানিয়েছেন, এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে তিনি কিছুই জানেন না।
আগামী শুক্রবার কানপুরে সিরিজের শেষ টেস্টে মাঠে নামবে বাংলাদেশ-ভারত। প্রথম টেস্ট ২৮০ রানে জিতে সিরিজে এগিয়ে আছে স্বাগতিকরা। সেই ম্যাচে পুরো ফিট হয়েই সাকিব মাঠে নেমেছিলেন বলে ম্যাচ শেষে জানান নির্বাচক হান্নান সরকার। কিন্তু ম্যাচে বোলিংয়ের সময় আঙুলে আঘাত পান সাকিব। এরপর ব্যাটিংয়ের সময়েও আঙুলে চোট পান এই ক্রিকেটার। দ্বিতীয় টেস্টে অনুশীলনের পর তাকে একাদশে রাখার বিষয়ে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে বলে জানান হান্নান।
বুধবার ম্যাচের আগে প্রথম সংবাদ সম্মেলনে সাকিবের চোটের সবশেষ অবস্থা জানতে চাওয়া হলে হাথুরুসিংহে বলেন, “সাকিবের চোটের ব্যাপারে আনুষ্ঠানিকভাবে আমার কিছু জানা নেই। সাকিবকে নিয়ে এই মুহূর্তে কোনো অনিশ্চয়তা নেই। আমি ফিজিও কিংবা কারও কাছ থেকে এ বিষয়ে কিছু শুনিনি।”
চেন্নাই টেস্টে সাকিবের চোট নিয়ে বিতর্ক শুরু হয় ম্যাচের তৃতীয় দিন ধারাভাষ্যকক্ষে মুরালি কার্তিকের একটি মন্তব্যের পর। ভারতের এই সাবেক ক্রিকেটার জানান, সাকিবের সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি তাকে জানিয়েছেন, তার বাঁ হাতের স্পিনিং ফিঙ্গারে একটা অস্ত্রোপচার করা হয়েছে। সেটি এখন ফুলে গেছে, শক্ত হয়ে আছে। ফলে আঙুলে বলের অনুভূতিটা পাচ্ছে না।
পুরো ম্যাচে ব্যাটে-বলে মলিন ছিলেন সাকিব। প্রথম ইনিংসের ৫৩তম ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আসেন। প্রথম দুই ওভারেই দেন ২১ রান। শেষ পর্যন্ত ৮ ওভারে ৫০ রানে উইকেটশূন্য ছিলেন। দ্বিতীয় ইনিংসে ১৩ ওভার ৭৯ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। ব্যাট হাতে প্রথম ইনিংসে করেন ৩২ রান। এরপর দ্বিতীয় ইনিংসে ফেরেন ২৫ রান করে।
তবে কেবল সাকিবের পারফরম্যান্স নিয়ে হতাশ নন হাথুরুসিংহে। পুরো দলের কাছেই আরো ভালো চাওয়া ছিল এই লঙ্কান কোচের।
“আমি তার (সাকিবের) পারফরম্যান্স নিয়ে হতাশ নই। পুরো দলের পারফরম্যান্স আরও ভালো হতে পারত। আমি নিশ্চিত সেও এটা জানে যে, সে আরও ভালো পারফর্ম করতে পারে। তার সামর্থ্য আমরা সবাই জানি। আমার মতে দ্বিতীয় ইনিংসে সে সত্যিই ভালো ব্যাটিং করেছে।”
মন্তব্য করুন: