৩৪৮ দিন পর অস্ট্রেলিয়ার হার
২৫ সেপ্টেম্বর ২০২৪
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে হার। এরপর ৫০ ওভারের ক্রিকেটে জিতেই চলেছিল অস্ট্রেলিয়া। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নদের টানা ১৪ ম্যাচের জয়রথ থামিয়ে দিয়েছে ইংল্যান্ড। অধিনায়ক হ্যারি ব্রুকের রেকর্ড সেঞ্চুরিতে পাওয়া জয়ে পাঁচ ম্যাচের সিরিজে টিকে রইল স্বাগতিকরা।
মঙ্গলবার চেস্টার লি স্ট্রিটে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে অস্ট্রেলিয়াকে ৪৬ রানে হারায় ইংলিশরা। আগে ব্যাট করে স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারির অর্ধ-শতকে স্বাগতিকদের ৩০৫ রানের লক্ষ্য দেয় অজিরা। জবাবে উইল জ্যাকসের ফিফটি ও ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরিতে ৩৭ ওভার ৪ বলে ৪ উইকেটে ২৫৪ রান তোলে ইংল্যান্ড। এরপর বৃষ্টি নামলে আর খেলা শুরু না হওয়ায় জয় পায় তারা।
ফলে ১৪ ম্যাচ ও ৩৪৮ দিন পর প্রথমবারের মতো ওয়ানডেতে হারের মুখ দেখল ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গত বছর ১২ অক্টোবর ওয়ানডে বিশ্বকাপের লিগ পর্বে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল তারা। এরপর ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ টানা জয়ের কীর্তি গড়ে দলটি।
ওয়ানডেতে সবচেয়ে টানা জয়ের রেকর্ডও অস্ট্রেলিয়ার। ২০০৩ সালে রিকি পন্টিংয়ের অধীনে বিশ্বকাপ জয়ের পাশাপাশি টানা ২১ ম্যাচ জিতেছিল তারা। সেবার তাদের জয়রথ থামিয়ে দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
এদিন ৯৪ বলে ১৩ চার ও ২ ছক্কায় ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ১১০ রানে অপরাজিত থাকেন ব্রুক। এতেই সর্বকনিষ্ঠ ইংলিশ অধিনায়ক হিসেবে ওয়ানডেতে শতক হাঁকানোর রেকর্ড গড়েন এই ব্যাটার। ১৮তম ওয়ানডে খেলতে নেমে ২৫ বছর ২১৫ দিন বয়সে এই কীর্তি গড়েন ব্রুক। ২৬ বছর ১৯০ দিন বয়সে সেঞ্চুরি হাঁকিয়ে আগের রেকর্ডটি গড়েছিলেন অ্যালিস্টার কুক।
টস হেরে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। ৫০ রানের আগেই সাজঘরে ফেরেন দুই ওপেনার ম্যাথিউ শর্ট ও অধিনায়ক মিচেল মার্শ। তবে তৃতীয় উইকেটে ক্যামেরন গ্রিনকে নিয়ে ৮৪ রানের জুটি গড়ে চাপ সামাল দেন স্মিথ। পরপর দুই ওভারে গ্রিন ও মারনাস লাবুশেন ফিরলে আবারও চাপে পড়ে তারা। ৬০ রান করে সাজঘরে ফেরেন স্মিথ। শেষ দিকে ক্যারি ও অ্যারন হার্ডির আগ্রাসী ব্যাটিংয়ে ৭ উইকেটে ৩০৫ রানের সংগ্রহ পায় অজিরা। ৬৫ বলে ৭ চার ও ১ ছক্কায় ক্যারি অপরাজিত থাকেন ৭৭ রানে। হার্ডি ফেরেন ২৬ বলে ৪৪ রান করে।
জবাবে মিচেল স্টার্কের বোলিং তোপে ১১ রানেই দুই ওপেনারকে হারায় ইংল্যান্ড। এরপর তৃতীয় উইকেটে জ্যাকস ও ব্রুকের ১৫৬ রানের জুটিতে জয়ের ভিত পায় স্বাগতিকরা। ৮৪ রান করে জ্যাকস ফিরলেও লিয়াম লিভিংস্টোনকে নিয়ে তাণ্ডব চালাতে থাকেন ব্রুক। বৃষ্টি নামার আগ পর্যন্ত লিভিংস্টোন অপরাজিত থাকেন ২০ বলে ৩৩ রান করে।
প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। আগামী শুক্রবার লর্ডসে সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নামবে দু’দল।
মন্তব্য করুন: