বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট শুরু হতে দেরি

২৭ সেপ্টেম্বর ২০২৪

বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট শুরু হতে দেরি

আগের রাতের বৃষ্টির কারণে মাঠ ভেজা থাকায় কানপুরে ভারতের বিপক্ষে বাংলাদেশের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হতে দেরি হচ্ছে। বাংলাদেশ সময় সকালে সাড়ে ১০টায় টস হওয়ার কথা রয়েছে।

শুক্রবার কানপুরের গ্রিন পার্কে বাংলাদেশ সময় সকাল ১০টায় সিরিজের শেষ টেস্টটি মাঠে গড়ানোর কথা ছিল। পরিবর্তিত সময়ে এখন সকাল ১১টায় শুরু হবে প্রথম দিনের খেলা।

এক ঘণ্টা দেরিতে দিনের খেলা শুরু হওয়ায় বদলে গেছে সেশনের সময়ও। প্রথম সেশনের খেলা হবে দুপুর ১টা পর্যন্ত। আর দিনের খেলা শেষ করার সময় ধরা হয়েছে সন্ধ্যা ৬টায়।

এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে দেশের বাইরে সবশেষ টেস্ট খেলতে নামছেন সাকিব আল হাসান।

স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, ম্যাচের প্রথম তিন দিনই বাগড়া দিতে পারে বৃষ্টি।

এর আগে চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্ট ২৮০ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ভারত।

মন্তব্য করুন: