দেশের বাইরে সাকিবের শেষ টেস্টে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

২৭ সেপ্টেম্বর ২০২৪

দেশের বাইরে সাকিবের শেষ টেস্টে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

দেশের বাইরে সাকিব আল হাসানের বিদায়ী টেস্টে টস হেরে আগে ব্যাট করবে বাংলাদেশ। একাদশে দুই পরিবর্তন এনেছে নাজমুল হোসেন শান্তর দল। তাসকিন আহমেদ ও নাহিদ রানার বদলে একাদশে এসেছেন তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ। অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে ভারত।

শুক্রবার কানপুরে মাঠ ভেজা থাকায় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের টস অনুষ্ঠিত হয়। টস জিতে রোহিত শর্মা বোলিংয়ের সিদ্ধান্ত নিলেও শান্ত ব্যাটিংই নিতেন বলেন জানান।

ম্যাচের আগের দিন টেস্ট ও টি-টুয়েন্টি ক্রিকেট থেকে সাকিব অবসরের ঘোষণা দেওয়ায় এটিই হতে যাচ্ছে দেশের বাইরে তার শেষ টেস্ট। তবে সম্ভাবনা আছে এটি হতে পারে বাঁহাতি এই অলরাউন্ডারের ক্যারিয়ারের শেষ টেস্টও।

তাসকিন ও নাহিদ বাদ পড়ায় দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে হাসান মাহমুদ পেস আক্রমণে সঙ্গী হিসেবে পাচ্ছেন খালেদকে। অন্যদিকে সাকিবের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল।

আগের ম্যাচের মতো এই টেস্টেও ভারতের পেস আক্রমণ সামলাবেন যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও আকাশ দীপ। স্পিনের দায়িত্বে থাকছেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।

চেন্নাই টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ খালেদ আহমেদ।

ভারত একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রিশাভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ যশপ্রীত বুমরাহ।

মন্তব্য করুন: