২১ বছরের ক্যারিয়ারকে বিদায় জানালেন ব্রাভো
২৭ সেপ্টেম্বর ২০২৪
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) চলতি মৌসুম শেষ খেলোয়াড়ি জীবনকে বিদায় জানাতে চেয়েছিলেন ডোয়াইন ব্রাভো। কিন্তু চোটে পড়ায় আসর শেষের আগেই ২১ বছরের পেশাদার ক্রিকেট ক্যারিয়ার থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুটি টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতা এই তারকা অলরাউন্ডার।
গত মঙ্গলবার সিপিএলে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ম্যাচে কুঁচকির চোট নিয়ে মাঠ ছাড়েন ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে খেলা ব্রাভো। এই চোটে মৌসুম শেষ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ইনস্টাগ্রামে অবসরের ঘোষণা দেন ৪০ বছর বয়সী এই ক্রিকেটার।
“আমার মন এখনও চালিয়ে যেতে চায়। কিন্তু আমার শরীর আর সেই ব্যথা, ক্ষতি ও চাপ সহ্য করতে পারছে না। আমি এমন অবস্থায় নিজেকে রাখতে পারি না। আমার সতীর্থদের, ভক্তদের বা যে দলগুলোর প্রতিনিধিত্ব করি তাদের হতাশ করতে পারি। তাই ভারাক্রান্ত হৃদয়ে আমি আনুষ্ঠানিকভাবে খেলার মাঠ থেকে অবসরের ঘোষণা দিচ্ছি।”
“পেশাদার ক্রিকেটার হিসেবে ২১ বছর – অনেক উত্থান-পতনে ঠাসা অবিশ্বাস্য এক ভ্রমণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্বপ্নময় জগতে ছিলাম আমি, কারণ শতভাগ দিয়েছি প্রতিটি পদক্ষেপে।”
প্রথম শ্রেণির ক্রিকেট দিয়ে পেশাদার ক্রিকেটে পা রাখা ব্রাভো নিজের ক্যারিয়ার শুরু করেন দারুণ সম্ভাবনাময় টেস্ট অলরাউন্ডার হিসেবে। তবে ক্রমেই নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করেছেন টি-টুয়েন্টিতে। এই ফরম্যাটের সবচেয়ে সফল বোলার এই ডানহাতি পেসার। আন্তর্জাতিক টি-টুয়েন্টি ও ফ্র্যাঞ্চাইজি লিগ মিলিয়ে ৫৮২ ম্যাচে তার শিকার ৬৩১ উইকেট। ব্যাট হাতে ১২৫ দশমিক ৪৪ স্ট্রাইক-রেটে রান করেছেন ৬ হাজার ৯৭০। আর এই ফরম্যাটে শিরোপা জিতেছেন ২৬টি।
২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪০টি টেস্ট, ১৬৪টি ওয়ানডে এবং ৯১টি টি-টুয়েন্টিতে প্রতিনিধিত্ব করেছেন। ২০১২ ও ২০১৬ সালে ক্যারিবিয়ানদের টি-টুয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের অংশ ছিলেন তিনি।
মন্তব্য করুন: