চেন্নাই ছেড়ে কলকাতায় ব্রাভো
২৭ সেপ্টেম্বর ২০২৪
খেলোয়াড় ও কোচ হিসেবে চেন্নাই সুপার কিংসের সঙ্গে ১৩ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টেনে কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসেবে যোগ দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো।
বৃহস্পতিবার ২১ বছরের পেশাদার ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানান ব্রাভো। এর পরের দিন দুইবারের টি-টুয়েন্টি বিশ্বকাপজয়ী এই তারকাকে দলের নতুন মেন্টর হিসেবে ঘোষণা দেয় কলকাতা।
এর আগে চেন্নাইয়ের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ব্রাভো। ভারতের হেড কোচের দায়িত্ব নেওয়া গৌতম গম্ভীরের স্থলাভিষিক্ত হবেন কোচ ও খেলোয়াড় হিসেবে চেন্নাইয়ের হয়ে মোট চারটি আইপিএল শিরোপা জেতা এই ক্যারিবিয়ান ক্রিকেটার।
এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) চলাকালীন কলকাতা ফ্র্যাঞ্চাইজির সিইওর সঙ্গে আলোচনায় বসেন ব্রাভো। কয় বছরের চুক্তিতে কলকায় যোগ দিয়েছেন সেটি জানা না গেলেও লম্বা সময়ের জন্যই ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গ যুক্ত হয়েছেন তিনি।
কলকাতা ছাড়াও নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজিটির আরও তিনটি দলের দায়িত্বে থাকবেন ব্রাভো। দলগুলো হলো – সিপিএলের ত্রিনবাগো নাইচ রাইডার্স, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের (এমসিএল) লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স ও সংযুক্ত আরব আমিরাতের (আইএলটি২০) আবু ধাবি নাইট রাইডার্স।
নতুন দায়িত্ব নিয়ে এক বিবৃতিতে ব্রাভো বলেন, “গত ১০ বছর ধরে আমি ত্রিনবাগো নাইট রাইডার্সের অংশ ছিলাম। নাইট রাইডার্সের হয়ে এবং বিপক্ষে বিভিন্ন লিগে খেলার কারণে আমি তাদের প্রতি অনেক শ্রদ্ধা আছে। এটি আমার জন্য আদর্শ প্ল্যাটফর্ম, যেখানে আমি খেলা থেকে পরবর্তী প্রজন্মের জন্য মেন্টরিং ও কোচিংয়ে পরিণত হতে পারব।”
২০১১ সালে চেন্নাইয়ে যোগ দেন ব্রাভো। আইপিএল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে দুইবার সর্বোচ্চ উইকেট শিকারীর খেতাব পার্পল ক্যাপ জেতে তিনি। টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকার করা এই ডানহাতি পেসার ২০২২ সালে খেলোয়াড় হিসেবে আইপিএল থেকে অবসর নেওয়ার পর ফ্র্যাঞ্চাইজিটির বোলিং কোচ হিসেবে যোগ দেন। কোচ হিসেবে প্রথম আসরেই জেতেন শিরোপা।
চেন্নাইয়ের কোচ ছাড়াও ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের পরামর্শক হিসেবে কাজ করেন ব্রাভো। সেবারই নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো আসরের সেমি-ফাইনালে খেলে আফগানরা।
মন্তব্য করুন: