২৪ বল খেলে বিব্রতকর রেকর্ডে জাকির

২৭ সেপ্টেম্বর ২০২৪

২৪ বল খেলে বিব্রতকর রেকর্ডে জাকির

যশপ্রীত বুমরাহর প্রথম তিন ওভার খেলে কোনো রান নিতে পারলেন না জাকির হাসান। এরপর মোহাম্মদ সিরাজ রবিচন্দ্রন অশ্বিনকে মোকাবেলা করলেন তিন বল। সেখানেও দেখা পেলেন না একটি রানেরও। শেষ পর্যন্ত কোনো রান না করেই আউট হয়েছেন আকাশ দীপের বলে। আর এতেই টেস্টে বাংলাদেশি ওপেনারদের মধ্যে এক বিব্রতকর রেকর্ডে নাম তুলেছেন বাঁহাতি এই ব্যাটার।

শুক্রবার কানপুর টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ২৪ বলে খেলে রানের খাতা খোলার আগেই সাজঘরের পথ দেখেন জাকির। এই প্রথম শূন্য রানে আউট হন এই ব্যাটার।

টেস্টে বাংলাদেশ ওপেনারদের মধ্যে ২৬ বছর বয়সী এই ক্রিকেটারের চেয়ে বেশি বল খেলে কোনো রান না করে আউট হওয়ার রেকর্ড আর কোনো ব্যাটারেরই নেই। শুধু তাই নয়, প্রথম তিন ব্যাটারদের মধ্যেও এমন নজির নেই। এর আগে টপ অর্ডারে সবচেয়ে বেশি ১৬ বল খেলে কোন রান না করে আউট হয়ে ওপেনার ইমরুল কায়েস, ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে।

এদিন মেঘলাচ্ছন্ন আকাশের নিচে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের স্ট্রাইক নেন জাকির। বুমরাহর করা প্রথম ওভারের ছয় বলে ব্যাট থেকে কোনো রান নিতে পারেননি তিনি। ইনিংসের তৃতীয় ওভারে আবারও বুমরাহকে মেডেন দেন এই ওপেনার। একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটে বুমরাহর পরের ওভারেও।

নিজের প্রথম ১৮ বল বুমরাহর মুখোমুখি হওয়ার পর জাকির প্রথমবারের মতো সিরাজকে মোকাবেলা করেন ষষ্ঠ ওভারে। সেখানে খেলেন দুই বল। এক ওভার পর রবিচন্দ্রন অশ্বিনের ওভারে খেলেন এক বল।

রক্ষণাত্মক ভঙ্গিতে খেলতে থাকা এই ওপেনার নবম ওভারে মুখোমুখি হন আকাশের। ওভারের তৃতীয় বলে স্লিপে যশস্বী জয়সোয়ালের দুর্দান্ত ক্যাচে ফেরেন তিনি।

তবে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানের আউট হওয়ার রেকর্ডটি মঞ্জুরুল ইসলামের। ২০০২ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ৪১ বল খেলে শূন্য রানে আউট হয়েছিলেন ১০ নম্বরে নামা এই ক্রিকেটার। স্বীকৃত ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়ার কীর্তি রাজিন সালেহর। শ্রীলঙ্কার বিপক্ষে ২০০৭ সালে ক্যান্ডিতে চারে নেমে ২৯ বল খেলে ডানহাতি এই ব্যাটার ফেরেন রানের খাতা খোলার আগেই।

টেস্টে সবচেয়ে বেশি বল খেলে শূন্য রানে আউট হওয়ার বিশ্ব রেকর্ডটি নিউ জিল্যান্ডের জিওফ অ্যালটের। ১৯৯৯ সালে অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১১ নম্বরে নেমে শূন্য রানে আউট হন হওয়ার আগে তিনি খেলেন ৭৭ বল।

মন্তব্য করুন: