অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে সিরিজে সমতায় ইংল্যান্ড
২৮ সেপ্টেম্বর ২০২৪
শুরুটা করেছিলেন বেন ডাকেট। এরপর ঝড় তুললেন হ্যারি ব্রুক। শেষ দিকে লিয়াম লিভিংস্টোনের তাণ্ডবে বড় সংগ্রহ পেয়েছিল ইংল্যান্ড। এরপর স্বাগতিক পেসারদের তোপের মুখে অল্পতেই গুটিয়ে গেল অস্ট্রেলিয়া। ১৮৬ রানের বড় জয়ে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে ইংলিশরা।
শুক্রবার লর্ডসে বৃষ্টির কারণে সিরিজের চতুর্থ ওয়ানডে নেমে আসে ৩৯ ওভারে। টস হেরে ব্যাটিংয়ে নেমে ডাকেট, ব্রুক ও লিভিংস্টোনের ফিফটিতে ৫ উইকেটে ৩১২ রানের সংগ্রহ পায় ইংল্যান্ড। জবাবে জফরা আর্চার ও ম্যাথিউ পটসের পেস তোপে ১২৬ রানেই অলআউট হয় বিশ্ব চ্যাম্পিয়নরা।
এদিন অস্ট্রেলিয়ার কোনো বোলার হিসেবে ওয়ানডে এক ওভারে সবচেয়ে বেশি রান দেন মিচেল স্টার্ক। বাঁহাতি এই পেসারের করা ইংলিশ ইনিংসের শেষ ওভারে ৪ ছক্কা ও ১ চারে ২৮ রান তোলেন লিভিংস্টোন। আগের সর্বোচ্চ ছিল ২৬ রান।
২৭ বলের ইনিংসে ৭ ছক্কা ও ৩ চারে লিভিংস্টোন অপরাজিত থাকেন ৬২ রানে। এর আগে অজি বোলারদের ওপর আক্রমণের শুরুটা করেন ডাকেট। ৬২ বলে বাঁহাতি এই ওপেনার করেন ৬৩। আগের ম্যাচে শতক হাঁকানো ব্রুক এদিন ছিলেন আরও বিধ্বংসী। ৫৮ বলে ১১ চার ও ১ ছক্কায় ইংলিশ অধিনায়ক ফেরেন ৮৭ রানে।
লক্ষ্য তাড়ায় শুরুটা ভালোই পায় অস্ট্রেলিয়া। মিচেল মার্শ ও ট্র্যাভিস হেডের উদ্বোধনী জুটি থেকেই আসে দলের অর্ধেকের বেশি রান। ৩৪ রান করা হেড ফিরলে ভাঙে ৬৮ রানের এই জুটি। এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে পুরো ব্যাটিং-অর্ডার। হেডের পর মার্শ (২৮), অ্যালেক্স ক্যারি (১৩) ও শন অ্যাবট (১০) ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের দেখা পাননি। ২৪ ওভার ৪ বলেই শেষ হয় ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ইনিংস।
পটসের শিকার ৪ উইকেট। আর্চার ২টি ও ব্রাইডন কার্স ৩টি করে উইকেট নেন।
রোববার ব্রিস্টলে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দু’দল।
মন্তব্য করুন: