৮৮ রানে অলআউট নিউ জিল্যান্ড

২৮ সেপ্টেম্বর ২০২৪

৮৮ রানে অলআউট নিউ জিল্যান্ড

কামিন্দু মেন্ডিস, দিনেশ চান্দিমাল ও কুশল মেন্ডিসের শতকের রান পাহাড়ে উঠেছিল শ্রীলঙ্কা। রান পাহাড়ে চাপা পড়ে একশ রানও করতে পারল না নিউ জিল্যান্ড। স্বাগতিক স্পিনারদের তোপে দিশেহারা হয়ে প্রথম ইনিংসে ৮৮ রানেই গুটিয়ে গেছে কেইন উইলিয়ামসনরা।

শনিবার গলে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন কিউই ইনিংসের স্থায়ীত্ব ছিল কেবল ২৫ ওভার ৫ বল। ৫১৪ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে তারা।

আগের দিন ৫ উইকেটে ৬০২ রানে শ্রীলঙ্কার ইনিংস ঘোষণার পর ২ উইকেটে ২২ রান নিয়ে দিনের খেলা শেষ করেছিল সফরকারীরা।

এদিন তৃতীয় ওভারেই উইলিয়ামসনের উইকেট হারায় নিউ জিল্যান্ড। দ্রুতই ফেরেন আগের ম্যাচে দারুণ ব্যাট করা রাচিন রবীন্দ্রও। এরপর প্রভাত জয়াসুরিয়া ও নিশান পেইরিসের ঘূর্ণিতে ২৭ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় তারা। শেষ দিকে মিচেল স্যান্টনার ইনিংস সর্বোচ্চ ২৯ রান করলে ৮৮ রান পর্যন্ত যেতে পারে টিম সাউদির দল।

জয়াসুরিয়ার শিকার ৬ উইকেট। পেইরিস নেন ৩ উইকেট।

প্রথম ম্যাচ ৬৩ রানে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলঙ্কা।

মন্তব্য করুন: