সড়ক দুর্ঘটনায় আহত সারফারাজের ভাই মুশির
২৮ সেপ্টেম্বর ২০২৪
সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ভারতের ব্যাটার সারফারাজ খানের ছোট ভাই মুশির খান। ফলে তরুণ এই উদীয়মান ব্যাটার আসন্ন ইরানি কাপসহ রঞ্জি ট্রফির প্রথম কয়েক রাউন্ডে মাঠের বাইরে থাকতে পারেন তিনি।
চলতি বছর ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় আসেন মুশির। এরপর থেকে বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে বড় ভাই সারফারাজের মতো তার ব্যাট থেকেও রান উৎসব চলছে।
এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, ইরানি কাপে অংশ নিতে শুক্রবার ভারতের আজমগড় থেকে লক্ষ্ণৌ যাচ্ছিলেন মুশির। ১৮ বছর বয়সী এই ক্রিকেটারের সঙ্গে তার বাবা এবং আরও দুইজন ছিলেন। প্রত্যক্ষদর্শী ও লক্ষ্ণৌ পুলিশের তথ্য অনুযায়ী, যাত্রাপথে তাকে বহনকারী গাড়িটি একটি ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে যায়। এরপর জ্ঞানহীন অবস্থায় মুশিরকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে জানা গেছে।
শনিবার মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) শনিবার এক বিবৃতিতে মুশিরের দুর্ঘটনা নিয়ে জানায়, ভারতীয় ক্রিকেট বোর্ড ও এমসিএ’র মেডিকেল টিম তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। তিনি এখন আশংকামুক্ত। মুশির ভ্রমণের জন্য শারীরিকভাবে ফিট বলে বিবেচিত হলে বাড়তি পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে মুম্বাই নিয়ে আসা হবে।
আগামী মঙ্গলবার শুরু হতে যাওয়া ইরানি কাপে মুম্বাইয়ের প্রতিনিধিত্ব করার কথা ছিল মুশিরের। এরপর ১১ অক্টোবর বরোদার বিপক্ষে মুম্বাইয়ের রঞ্জি ট্রফির প্রথম ম্যাচেও অংশ নিতেন এই ডানহাতি ব্যাটার।
প্রথম শ্রেণির ক্রিকেটে শুরুটা দুর্দান্ত করেছিলেন মুশির। মুম্বাইয়ের হয়ে ৯ ম্যাচে ৩টি সেঞ্চুরি ও একটি ফিফটি করেন। গত মৌসুমে রঞ্জি ট্রফির কোয়ার্টার-ফাইনালে ডাবল সেঞ্চুরি এবং ফাইনালে ম্যাচ জেতানো সেঞ্চুরিও করেন তিনি। এছাড়াও, চলতি মাসের শুরুতে দিলীপ ট্রফিতে ভারত এ দলের বিপক্ষে ১৮১ রান করেছিলেন তিনি।
মন্তব্য করুন: