সাকিবের নিরাপত্তার বিষয়ে মুখ খুললেন ক্রীড়া উপদেষ্টা
২৯ সেপ্টেম্বর ২০২৪
আগামী মাসে ঘরের মাঠে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছেন সাকিব আল হাসান। তবে এর আগে দেশে ফেরার পর আলাদাভাবে নিরাপত্তার নিশ্চয়তা চান দেশসেরা এই ক্রিকেটার। এবার তাকে নিরাপত্তা দেওয়ার বিষয়ে মুখ খুলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গত বৃহস্পতিবার টেস্ট ও টি-টুয়েন্টি থেকে সাকিবের অবসরের ঘোষণা দেন সাকিব। সেদিন রাতে বিসিবির সভা শেষে সভাপতি ফারুক আহমেদ জানান, সাকিব যে রকম নিরাপত্তা চাচ্ছেন তা দেওয়ার সামর্থ্য বোর্ডের নেই। এই সিদ্ধান্ত আসতে হবে সরকারের তরফ থেকে।
রোববার বিকালে শ্রম মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদের কাছে সাকিবের আলাদা করে চাওয়া নিরাপত্তার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, “এখানে সাকিব আল হাসানের পরিচয় দুইটা, এটা আমাদের খেয়াল রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে রাজনৈতিক পরিচয়। উনি আওয়ামী লীগের প্যানেল থেকে এমপি নির্বাচন করেছিলেন। মানুষের মধ্যে এই দুইটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে।”
“এখন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার, দেওয়ার দায়িত্ব, সেটা দেব, দেশে এলে আমরা দেব। কিন্তু উনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে, তাহলে…”
এক্ষেত্রে জনগণের ক্ষোভ প্রশমনের জন্য সাকিবকে তার রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান আসিফ মাহমুদ। নিরাপত্তার বিষয়ে নিজের উদাহরণ টেনে তিনি বলেন, “মনে করেন আমার নিরাপত্তায় পাঁচজন পুলিশ কনস্টেবল থাকে, একজন গানম্যান থাকে। আমার উপরে যদি দেশের ১৬ কোটি মানুষের মধ্যে দশ কোটি জনগণের ক্ষোভ থাকে, তাহলে এই পাঁচ ছয়জন আমাকে কী নিরাপত্তা দেবে? আমারও সেই ক্ষেত্রে নিরাপদ থাকার সুযোগ নেই।”
“জনগণের কোনো ক্ষোভ থাকলে সেটা তো আমাকেই রিডিউস করতে হবে, কথা দিয়ে। আমার যেটা মনে হয়, উনাকে উনার বিষয়টা পরিষ্কার করা প্রয়োজন, রাজনৈতিক জায়গা থেকে। উনার যে রাজনৈতিক অবস্থান… ইতোমধ্যে মাশরাফি বিন মর্তুজা কথা বলেছেন সে বিষয়টি নিয়ে।”
আগামী ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ মাঠে গড়ানোর কথা রয়েছে।
মন্তব্য করুন: