৬ মাসেই নির্বাচকের পদ ছাড়লেন ইউসুফ
২৯ সেপ্টেম্বর ২০২৪
পাকিস্তান ক্রিকেট দলের নির্বাচকের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ ইউসুফ। ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব গ্রহণের ছয় মাসের মাথায় পদত্যাগ করলেন দেশটির সাবেক এই তারকা ব্যাটার।
রোববার সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে পদত্যাগের ঘোষণা দেন আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজারের বেশি রান করা এই ক্রিকেটার। এরপর বিবৃতি দিয়ে তা নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে নির্বাচকের পদ ছাড়লেও বোর্ডে অন্য ভূমিকায় কাজ চালিয়ে যাবেন ৫০ বছর বয়সী ইউসুফ।
২০১০ সালে সব শেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলা ইউসুফকে গত মার্চে নির্বাচক কমিটিতে নিয়োগ দেয় পিসিবি। টি-টুয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলের ভরাডুবির পর সাত সদস্যের এই কমিটি থেকে ওয়াহাব রিয়াজ ও আবদুল রাজ্জাককে সরিয়ে দেওয়া হয়।
এরপর ঘরের মাঠে আগাস্ট-সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয় পাকিস্তান। পুরো সিরিজে দলের হতশ্রী পারফরম্যান্সে কড়া সমালোচনার মুখে পড়তে হয় পুরো নির্বাচক কমিটিকে।
আগামী মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য গত সপ্তাহে দল ঘোষণা করে পাকিস্তান। সেই নির্বাচক কমিটিতে ছিলেন ইউসুফ। তবে ইউসুফ দায়িত্ব ছাড়লেও এখনও তার বদলি হিসেবে কে দায়িত্ব নেবে সে বিষয়ে কিছু জানানো হয়নি।
মুলতানে পাকিস্তান ও ইংল্যান্ডের প্রথম টেস্ট শুরু আগামী ৭ অক্টোবর।
মন্তব্য করুন: