মুমিনুলের শতক, ২৩৩ রানে অলআউট বাংলাদেশ

৩০ সেপ্টেম্বর ২০২৪

মুমিনুলের শতক, ২৩৩ রানে অলআউট বাংলাদেশ

পরপর দুই দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পর কানপুরে রৌদ্রজ্জ্বল সকালে দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু মুমিনুল হক ছাড়া ভারতীয় বোলারদের সামনে আর কেউই তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। বাঁহাতি এই ব্যাটারের ১৩তম শতকের পর সফরকারীরা গুটিয়ে গেছে ২৩৩ রানে।

সোমবার চতুর্থ দিন প্রথম সেশনে বাংলাদেশ হারায় ৩ উইকেট। মধ্যাহ্ন ভোজের বিরতির পর ব্যাটারদের দায়িত্বহীনতায় বাংলাদেশের ইনিংসের স্থায়ীত্ব হয় মোটে ৮ ওভার ২ বল। মাত্র ৯ রানে শেষ ৪ উইকেট হারায় নাজমুল হোসেন শান্তর দল। ১৯৪ বলে ১৭ চার ও ১ ছক্কায় মুমিনুল অপরাজিত থাকেন ১০৭ রানে।

দ্বিতীয় দিন বৃষ্টির কারণে এবং তৃতীয় দিন নির্ধারিত সময়ের মধ্যে মাঠ শুকাতে না পারায় পরিত্যক্ত হয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দুই দিনের খেলা। ৩৫ ওভারে ৩ উইকেটে ১০৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন মুমিনুল ও মুশফিকুর রহিম।

দিনের ষষ্ঠ ওভারে সাজঘরের পথ দেখেন ১১ রান করা মুশফিক। যশপ্রীত বুমরাহর ইনসুইং ডেলিভারি অভিজ্ঞ এই ব্যাটার ছেড়ে দিলে তা অফস্টাম্পে আঘাত হানে।

এরপর লিটন দাসকে নিয়ে জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন মুমিনুল। তবে অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট দিয়ে আসেন লিটন। মোহাম্মদ সিরাজকে ডাউন দ্য উইকেটে এসে বাউন্ডারি হাঁকাতে চেষ্টা করেছিলেন, কিন্তু মিড-অফ থাকা রোহিত শর্মা লাফিয়ে এক হাতে ক্যাচ নিলে ১৩ রানে ফেরেন এই উইকেটকিপার-ব্যাটার।

বেশিক্ষণ স্থায়ী হয়নি সাকিব আল হাসানের ইনিংসও। দেশসেরা এই ক্রিকেটার নিজের সম্ভাব্য শেষ টেস্ট খেলতে নেমে ফেরেন ৯ রানে। অশ্বিনকে উড়িয়ে মারতে গেলে দুর্দান্ত ক্যাচ নেন সিরাজ।

মধ্যহ্ন ভোজের বিরতির আগের ওভারে রবিচন্দ্রন অশ্বিনকে সুইপ শটে বাউন্ডারি হাঁকিয়ে ১৩ ইনিংস পর সেঞ্চুরির দেখা পান মুমিনুল। গত বছর জুলাইয়ে মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ শতক হাঁকিয়েছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। দেশের বাইরে এটি তার দ্বিতীয় শতক।

সপ্তম উইকেটে মুমিনুলের সঙ্গে ৫৪ রানের জুটি গড়েন মেহেদী হাসান মিরাজ। কিন্তু দলীয় ২২৪ রানে ডানহাতি এই ব্যাটার যশপ্রীত বুমরাহর বলে ২০ রান করে সাজঘরে ফিরলে বেশিক্ষণ টেকেননি বাকি ব্যাটাররা।

৩ উইকেট নিয়েছেন বুমরাহ। সিরাজ, আকাশ দীপ ও অশ্বিনের শিকার ২টি করে উইকেট।

মন্তব্য করুন: