১৬ অক্টোবর ঢাকা আসছে দক্ষিণ আফ্রিকা দল

৩০ সেপ্টেম্বর ২০২৪

১৬ অক্টোবর ঢাকা আসছে দক্ষিণ আফ্রিকা দল

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিবি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই সিরিজে অংশ নিতে বছর পর আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে প্রোটিয়ারা।

সোমবার আনুষ্ঠানিকভাবে সিরিজের সূচি ঘোষণা করে বিসিবি।

মিরপুর শের--বাংলা স্টেডিয়ামে ২১ অক্টোবর মাঠে গড়াবে প্রথম টেস্ট। এটিই হবে মিরপুরে চলতি বছরের প্রথম টেস্ট। চট্টগ্রামে দ্বিতীয় শেষ ম্যাচ শুরু হবে ২৯ অক্টোবর।

বাংলাদেশের মাটিতে কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই এই সিরিজে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা। সফরে ওয়ানডে টি-টুয়েন্টির কোনো ম্যাচ নেই।

এর আগে ২০১৫ সালে সবশেষ বাংলাদেশ সফরে আসে দক্ষিণ আফ্রিকা। সেবার তিন ফরম্যাটের সিরিজেই মুখোমুখি হয়েছিল দুদল। সেবারই প্রথমবারের মতো প্রোটিয়াদের ওয়ানডে সিরিজে হারায় বাংলাদেশ। তবে টি-টুয়েন্টি সিরিজের দুটো ম্যাচেই হারে স্বাগতিকরা।

বৃষ্টির বাধায় সিরিজের দুটি টেস্টই ড্র হয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত মোট ১৪ টেস্ট খেলা বাংলাদেশ সেই দুই ম্যাচে ড্র বাদে বাকি সব ম্যাচেই হেরেছে।

সম্প্রতি বাংলাদেশর রাজনৈতিক পটপরিবর্তনের কারণে এই সিরিজ মাঠে গড়ানো নিয়ে কিছুটা শঙ্কা ছিল। নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে গত সপ্তাহে দেশে এসেছিল দক্ষিণ আফ্রিকার একটি নিরাপত্তা প্রতিনিধি দল। দেশটির ক্রিকেট বোর্ডকে তাদের প্রতিবেদন দেওয়ার পরই আনুষ্ঠানিকভাবে সিরিজের সূচি প্রকাশ করা হলো।

মন্তব্য করুন: