মরিয়া ভারতের কাছে হার এড়ানোর চেষ্টায় ধুঁকছে বাংলাদেশ

৩০ সেপ্টেম্বর ২০২৪

মরিয়া ভারতের কাছে হার এড়ানোর চেষ্টায় ধুঁকছে বাংলাদেশ

বৃষ্টি মাঠ ভেজা থাকার কারণে আড়াই দিনের বেশি খেলা হয়নি কানপুর টেস্টে। অনেকেই ধরে নিয়েছিল নিশ্চিত ড্রয়ের দিকেই যাচ্ছে ম্যাচ। কিন্তু চতুর্থ দিন খেলা শুরু হতেই সব সমীকরণ বদলে দিয়েছে ভারত। স্বাগতিক ব্যাটারদের তাণ্ডবের পর হার এড়াতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ।

সোমবার শেষ বেলায় ১১ ওভার ব্যাট করে ২৬ রানে উইকেট হারিয়ে চতুর্থ দিনের ইতি টেনেছে নাজমুল হোসেন শান্তর দল। পিছিয়ে আছে তারা ২৬ রানে। শেষ দিনের খেলা শুরু করবেন সাদমান ইসলাম মুমিনুল হক।

এর আগে মুমিনুল হকের সেঞ্চুরির পর দ্বিতীয় সেশনের শুরুতে ২৩৩ রানে প্রথম ইনিংসে অলআউট হয় বাংলাদেশ। এরপর ব্যাট হাতে বোলারদের ওপর রীতিমত ঝড় তোলেন ভারতীয় ব্যাটাররা। একের পর এক রেকর্ড গড়ে ৩৪ বলে উইকেটে ২৮৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ অষ্টম ওভারে হারায় জাকির হাসানের (১০) উইকেট। দশম ওভারে ফেরেন নাইটওয়াচম্যান হাসান মাহমুদ। দুই ব্যাটারকেই তুলে নেন রবিচন্দ্রন অশ্বিন।

হার এড়াতে শেষ দিন লম্বা সময় পর্যন্ত ব্যাট করতে হবে সফরকারীদের। দায়িত্ব নিতে হবে দলের সব ব্যাটারকেই।

মন্তব্য করুন: