৩ স্পিনার নিয়ে বাংলাদেশ সফরে দক্ষিণ আফ্রিকা

১ অক্টোবর ২০২৪

৩ স্পিনার নিয়ে বাংলাদেশ সফরে দক্ষিণ আফ্রিকা

চলতি মাসে বাংলাদেশে শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য তিন স্পিনার নিয়ে দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) বাংলাদেশের কন্ডিশন বিবেচনায় দলে তিন স্পিনার রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রোটিয়া টেস্ট দলের কোচ শুকরি কনরাড।

সোমবার টেম্বা বাভুমাকে অধিনায়ক করে ১৫ সদস্যের এই দল ঘোষণা করা হয়। কেশব মহারাজ ছাড়াও দলের বাকি দুই স্পিনার হলেনবাঁহাতি স্পিনার সেনুরান মুথুসামি অফ-স্পিনার ডেন পিট।

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের কারণে সৃষ্ট অস্থিরতার কারণে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই সিরিজ আয়োজন নিয়ে কিছুটা শঙ্কা দেখা দিয়েছিল। ক্রিকেটারদের নিরাপত্তার ব্যবস্থা দেখতে গত সপ্তাহে দেশে এসেছিল দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা পর্যবেক্ষক দল।

এই পর্যবেক্ষক দলের সবুজ সংকেত পাওয়ার পর এদিন আনুষ্ঠানিকভাবে সফরের সূচি ঘোষণা করে বিসিবি। এরপর দল ঘোষণা করল সিএসএ। সিরিজ নিয়ে এক বিবৃতিতে কনরাড বলেন, “ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডদুই দেশের বোর্ডকেই আমি ধন্যবাদ জানাই সিরিজটি এগিয়ে নেওয়ার জন্য।

বাংলাদেশ সব সময়ই সফরের জন্য কঠিন জায়গা। ঘরে তারা ভয়ানক প্রতিপক্ষ। চ্যালেঞ্জগুলোর জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। ওখানে যাওয়ার পর যে কন্ডিশনের মুখোমুখি হব, তার কথা ভেবেই আমরা এমন স্কোয়াড বেছে নিয়েছি।

তিন স্পিনার ছাড়াও শক্তিশালী পেস আক্রমণ নিয়ে বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকার। অভিজ্ঞ কাগিসো রাবাদার সঙ্গে এই আক্রমণে আছেন ন্যান্দ্রে বার্গার, ডেন প্যাটারসন পেস-অলরাউন্ডার উইয়ান মুল্ডার।

আগামী ২১ অক্টোবর মিরপুর শের--বাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় শেষ ম্যাচ মাঠে গড়াবে ২৯ অক্টোবর।

বাংলাদেশ সফরের দক্ষিণ আফ্রিকা টেস্ট দল:

টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথিউ ব্রিটজকে, ন্যান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, ডেন প্যাটারসন, ডেন পিট, কাগিসো রাবাদা, ট্রিস্ট্যান স্টাবস, রায়ান রিকেলটন (উইকেটকিপার) কাইল ভেরেইন (উইকেটকিপার)

মন্তব্য করুন: