ব্যাটিংয়ে চরম ব্যর্থতায় হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ
১ অক্টোবর ২০২৪
কানপুর টেস্টে শেষ দিনে ম্যাচ বাঁচাতে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হতো বাংলাদেশকে। কিন্তু কাণ্ডজ্ঞানহীনভাবে ব্যাটারদের একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে আসার মহড়ায় আড়াই দিনের বেশি খেলা না হওয়ার পরেও হারের দ্বারপ্রান্তে রয়ছে সফরকারীরা।
মঙ্গলবার ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনের মধ্যাহ্ন ভোজের বিরতির আগের শেষ বলে নাজমুল হোসেন শান্তর দল গুটিয়ে গেছে ১৪৬ রানে। যশপ্রীত বুমরাহর বলে বাউন্ডারি হাকাতে গিয়ে শেষ ব্যাটার হিসেবে ৩৭ রানে বোল্ড হন মুশফিকুর রহিম। ৫৫ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট হারায় বাংলাদেশ। জয়ের জন্য ভারতের লক্ষ্য ৯৫ রান। হাতে আছে পুরো দুই সেশন।
২ উইকেটে ২৬ রান নিয়ে দিনের খেলা শুরু করার পর দ্বিতীয় ওভারেই নিজের উইকেট বিলিয়ে আসেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মুমিনুল হক। রবিচন্দ্রন অশ্বিনকে অযথা সুইপ শট খেলতে গিয়ে লেগ স্লিপে থাকা লোকেশ রাহুলের হাতে ক্যাচ দেন এই অভিজ্ঞ ব্যাটার।
এরপর সাদমান-শান্তর দায়িত্বশীল ব্যাটিংয়ে ম্যাচ বাঁচানোর কিছুটা আশা জেগেছিল। কিন্তু চতুর্থ উইকেটে পঞ্চাশ রানের জুটি গড়ার পর অশান্ত হয়ে পড়লেন শান্ত। রবীন্দ্র জাদেজাকে রিভার্স-সুইপ খেলতে গিয়ে লেগ-স্টাম্প হারান ২৯ রান করা বাংলাদেশ অধিনায়ক।
ফিফটি হাঁকিয়ে অধৈর্য হয়ে পড়েন সাদমানও। আকাশ দীপের করা পরের ওভারে অফ-স্টাম্পের বেশ বাইরের বল ড্রাইভ করতে গিয়ে গালিতে থাকা যশস্বী জয়সোয়ালের হাতে ক্যাচ দেন ৫০ রান করা এই বাঁহাতি ওপেনার।
নিজের দ্বিতীয় ওভারে এসে আবার আঘাত হানেন জাদেজা। এবার কট বিহাইন্ড করে তুলে নেন ১ রান করা লিটন দাসকে। নিজের তৃতীয় ওভারে বাঁহাতি এই স্পিনার তুলে নেন সাকিব আল হাসানকে। ক্যারিয়ারের সম্ভাব্য শেষ ইনিংসে ব্যাট করতে নেমে সোজা জাদেজার হাতে ফিরতি ক্যাচ তুলে দেন দেশসেরা এই ক্রিকেটার। কোনো রান করেই ফেরেন তিনি।
৯১ থেকে ৯৪ রানের ভেতর মাত্র ৩ রানের ব্যবধানে এই চার ব্যাটারকে হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকেই যায় বাংলাদেশ।
তবে অষ্টম উইকেটে মুশফিক ও মেহেদী হাসান মিরাজ জুটি কিছুটা আশা জাগালেও ২৪ রানের বেশি যোগ করতে পারেনি। বুমরাহর বলে উইকেটকিপারের হাতে মিরাজ ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে এই জুটি। এরপর সাবধান হয়ে খেলা মুশফিক লাঞ্চের আগে শেষ বলে অযথাই ব্যাট না চালালে পরের সেশনেও মাঠে নামতো বাংলাদেশ।
বুমরাহ, অশ্বিন ও জাদেজার শিকার ৩টি করে উইকেট।
মন্তব্য করুন: