২ দিনের খেলাতেই হারল বাংলাদেশ

১ অক্টোবর ২০২৪

২ দিনের খেলাতেই হারল বাংলাদেশ

বৃষ্টির কারণেই চলে গিয়েছিল ম্যাচের আড়াই দিন। এরপরও এক সেশন বাকি থাকতেই ব্যাটারদের দায়িত্বহীনতায় কানপুর টেস্টে ভারতের কাছে হেরে গেছে বাংলাদেশ। উইকেটের এই জয়ে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছে রোহিত শর্মার দল।

বৃষ্টি মাঠ ভেজা থাকায় বাংলাদেশ-ভারতের সিরিজের দ্বিতীয় শেষ টেস্টে মোট খেলা হয়েছে ১৭৩ ওভার বল। রিশাভ পান্ত যখন চার মেরে খেলা শেষ করলেন তখন বাকি ছিল আরও দেড় সেশনের খেলা।

মঙ্গলবার ম্যাচ বাঁচাতে পঞ্চম দিন দায়িত্ব নিয়ে লম্বা সময় ব্যাট করতে হতো বাংলাদেশকে। কিন্তু কাণ্ডজ্ঞানহীনভাবে একের পর এক উইকেট বিলিয়ে দিয়ে মধ্যাহ্ন ভোজের বিরতির আগেই সফরকারীরা দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ১৪৬ রানে। জবাবে নিজেদের প্রথম ইনিংসের মতো না হলেও দ্রুত ব্যাট চালিয়ে যায় স্বাগতিকরা। যশস্বী জয়সোয়ালের ফিফটিতে উইকেট হারিয়ে ৯৫ রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

দ্রুত ম্যাচ শেষ করার চেষ্টায় তৃতীয় ওভারে রোহিতের উইকেট হারায় স্বাগতিকরা। মেহেদী হাসান মিরাজের বলে সুইপ শটে ছক্কা হাঁকাতে গিয়ে লং লেগে হাসান মাহমুদের হাতে ধরা পড়েন ভারত অধিনায়ক।

দুই ওভার পর শুবমান গিলকে () এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ। এরপর জয়সোয়াল বিরাট কোহলির আগ্রাসী ব্যাটিংয়ে ম্যাচ দ্রুত শেষের পথে যায়। ৪৩ বলে ম্যাচের দ্বিতীয় ফিফটি তুলে নেন জয়সোয়াল। বাঁহাতি এই ওপেনার ছক্কা হাঁকিয়ে ম্যাচ শেষ করার চেষ্টায় তাইজুল ইসলামের শিকার হয়ে সাজঘরে ফেরেন। ভাঙে তৃতীয় উইকেট ৬৭ বলে ৫৮ রানের জুটি। আর কোনো উইকেট না হারিয়ে ম্যাচ শেষ করেন কোহলি (২৯) পান্ত ()

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ বৃষ্টির বাধায় প্রথম দিন কেবল ৩৫ ওভার খেলতে পারে। এরপর বৃষ্টির কারণে দ্বিতীয় এবং মাঠ ভেজা থাকায় তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়। চতুর্থ দিন সেঞ্চুরি করা মুমিনুল হক ছাড়া আর কেউ জ্বলে উঠতে না পারায় বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয় ২৩৩ রানে।

ম্যাচে ফল বের করে আনতে ব্যাট হাতে প্রতিপক্ষের ওপর রীতিমত তাণ্ডব চালান ভারতীয় ব্যাটাররা। ৩৪ ওভার বলে উইকেটে ২৮৫ রান তুলে সেদিনই নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। ওভারপ্রতি রান ওঠে দশমিক ২২ করে।

 রিভার্স-সুইপ খেলতে গিয়ে এভাবেই বোল্ড হন শান্তনিজেদের দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ দিন তো ব্যাটিং ছিল আরও দায়িত্বহীন।

রবিচন্দ্রন অশ্বিনকে অযথা সুইপ শট খেলতে গিয়ে লেগ স্লিপে ক্যাচ দেন মুমিনুল। রবীন্দ্র জাদেজাকে রিভার্স-সুইপ খেলতে গিয়ে লেগ-স্টাম্প হারান বাংলাদেশ অধিনায়ক শান্ত। ফিফটি হাঁকিয়েই অধৈর্য হয়ে স্টাম্পের বেশ বাইরের বল ড্রাইভ করতে গিয়ে গালিতে ক্যাচ দেন সাদমান ইসলাম। ক্যারিয়ারের সম্ভাব্য শেষ ইনিংসে ব্যাট করতে নেমে সাকিব আল হাসান সোজা জাদেজার হাতে ফিরতি ক্যাচ তুলে দেন। শেষ পর্যন্ত ৪৭ ওভারেই অলআউট হয় দল।

মন্তব্য করুন: