সাকিবের অবসরের সিদ্ধান্ত অবাক করেছে হাথুরুসিংহেকে
১ অক্টোবর ২০২৪
ভারতের বিপক্ষে কানপুর টেস্ট দিয়ে দেশের বাইরে সাদা পোশাকের শেষ ম্যাচ খেলে ফেলেছেন সাকিব আল হাসান। দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় হয়তো এটিই লাল বলে দেশসেরা এই ক্রিকেটারের শেষ ম্যাচ। তবে বাঁহাতি এই অলরাউন্ডারের অবসরের ঘোষণা সিদ্ধান্তে অবাক হওয়ার কথা জানিয়েছেন প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে।
মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিন ভারতের কাছে ৭ উইকেটে হেরে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশড হয় বাংলাদেশ। লাল বলে ক্যারিয়ারের সম্ভাব্য শেষ ম্যাচে বল হাতে কিছুটা সফল হলেও ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ ছিলেন সাকিব। প্রথম ইনিংসে ৯ রানের পর দ্বিতীয় ইনিংসে ফেরেন শূন্য রানে। বল হাতে প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া এই স্পিনার দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট পাননি।
এই ম্যাচ শুরুর আগে গত বৃহস্পতিবার টেস্ট ও টি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ২১ তারিখ শুরু হতে যাওয়া মিরপুর টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানোর ইচ্ছার কথা জানান এই অলরাউন্ডার।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হেড কোচ হাথুরুসিংহে জানান, সাকিবের বিকল্প পাওয়া দলের জন্য বেশ কঠিন হবে।
“আমি মনে করি, সাকিব না থাকলে কি হবে, সে ভাবনা তো সব সময়ই আছে, বিশেষ করে সে এখন তার ক্যারিয়ারের শেষ অধ্যায়ে আছে।”
“দক্ষিণ আফ্রিকাকে সাকিব তার সে শেষ সিরিজ বলায় আমরা সবাই অবাক হয়েছি। আর আপনি তো সাকিবের মতো হুবহু বিকল্প খুঁজে পাবেন না।”
অবসরের ঘোষণা দেওয়ার সময় দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলা আগে আলাদাভাবে নিরাপত্তার নিশ্চয়তার কথা বলেন সাকিব, যেন দেশে ফিরলে কোনো ঝামেলা ছাড়াই তিনি দেশ ত্যাগ করতে পারেন। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানান, সাকিবকে আলাদাভাবে নিরাপত্তা দেওয়ার সামর্থ্য বোর্ডের নেই।
অন্যদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দেশে ফেরার আগে সাকিবকে তার রাজনৈতিক দিক থেকে অবস্থান পরিষ্কার করার আহ্বান জানান।
সব মিলিয়ে ঘরের মাঠের দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিবকে পাওয়া না পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। তবে তার না খেলা নিয়ে হাথুরুসিংহে কিছু বলতে চাননি।
“এটাই সাকিবের শেষ টেস্ট ম্যাচ, এ ব্যাপারে আমি কিছু জানি না। আমি যতটুকু জানি, সে দক্ষিণ আফ্রিকা সিরিজটা খেলছে।”
মন্তব্য করুন: