জয়ের চেষ্টায় ২০০ রানে অলআউট হলেও সমস্যা ছিল না ভারতের
১ অক্টোবর ২০২৪
ব্যাটারদের তাণ্ডবে একের পর এক রেকর্ড গড়ে বাংলাদেশকে মোটে দুই দিনে কানপুর টেস্টে হারিয়েছে ভারত। বৃষ্টির কারণে আড়াই দিনের বেশি খেলা না হলেও চতুর্থ দিন নিজেদের প্রথম ইনিংসে টি-টুয়েন্টি মেজাজে ব্যাট চালায় স্বাগতিকরা। আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাটিংয়ে দল দুইশ রানের নিচে গুটিয়ে গেলেও কোনো সমস্যা ছিল না বলে দাবি করেছেন রবিচন্দ্রন অশ্বিন।
মঙ্গলবার কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিন বাংলাদেশকে ৭ উইকেটে হারায় রোহিত শর্মার দল। বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানেই গুটিয়ে দেয় ভারত। এরপর দেড় সেশনের মতো বাকি থাকতেই ৯৫ রানের লক্ষ্যে পৌঁছে যায় ভারত।
এর আগে বৃষ্টির কারণে প্রথম দিন খেলা হয় স্রেফ ৩৫ ওভার। এরপর বৃষ্টি ও মাঠ ভেজা থাকার কারণে দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়। চতুর্থ দিন বাংলাদেশকে ২৩৩ রানে গুটিয়ে দিয়ে ৩৪ ওভার ৪ বলে ৯ উইকেটে ২৮৫ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা ভারত।
ম্যাচ শেষে সিরিজের সম্প্রচারক জিও সিনেমাকে দেওয়া এক সাক্ষাৎকারে সিরিজ সেরা অশ্বিন জানান, কানপুরের গরম কন্ডিশনের কথা ভেবে প্রথম ইনিংস ছেড়ে দেওয়ার কথা ভাবছিল ভারত।
“আমরা একটি ইনিংস ছেড়ে দেওয়ার কথা ভাবছিলাম। কিন্তু কন্ডিশন বেশ কঠিন ছিল এবং দলও ক্লান্ত ছিল। এর বদলে আমরা আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট করার সিদ্ধান্ত নেই।”
“ফাস্ট বোলারদের জন্য বোলিং করা কঠিন ছিল। এমনকি স্পিনাররাও এটায় হাঁপিয়ে গেছিল। আমরা যদি তাদের আরও ২০০ রান করতে দিতাম তার মানে হলো আরও পাঁচ সেশন ফিল্ডিং করা, যা ব্যাটারদের জন্য আরও কষ্টকর হতো। তাই তাদের বোলিংয়ে আক্রমণ করতে আমরা ব্যাট করার সিদ্ধান্ত নেই।”
অশ্বিনের ভাবনায় ছিল, তারা পঞ্চম দিনের প্রথম সেশনেও ব্যাটিং করবে। কিন্তু রোহিত ও জয়সোয়ালের বিধ্বংসী শুরুর পর আর থামার কথা চিন্তা করেনি পুরো দল।
“আমি ভেবেছিলাম আমরা পঞ্চম দিনে প্রথম সেশনের এক ঘণ্টা ব্যাট করবো। তবে যখন আমরা ড্রেসিংরুমে একত্রিত হই তখন সে (রোহিত) জানায়, আমরা পুরো আক্রমণে যাব। আমরা যদি ৫০ ওভারে ৪০০ রানের উদ্দেশে খেলি এবং শেষ পর্যন্ত যদি ২০০ রানের কমেও অলআউট হয়ে যাই, তাহলেও কোনো সমস্যা থাকবে না।”
মন্তব্য করুন: