চোট কাটিয়ে ইংল্যান্ড দলে বাটলার
৩ অক্টোবর ২০২৪
টি-টুয়েন্টি বিশ্বকাপের পর থেকে চোটের কারণে মাঠের বাইরে আছেন জস বাটলার। খেলতে পারেননি ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা বলের সিরিজেও। তবে চোট থেকে সেরে ওঠায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ দিয়ে প্রায় তিন মাস পর দলে ফিরেছেন ইংলিশ অধিনায়ক।
বুধবার ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে নতুন মুখ তরুণ লেগ স্পিনার জাফর চোহান। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর পর এই দলের যোগ দেবেন আরও দুই ক্রিকেটার।
সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের ঘরোয়া টি-টুয়েন্টি আসর ভাইটালিটি ব্লাস্টে ইয়র্কশায়ারের হয়ে ১০ ম্যাচে ১৭ উইকেট নিয়ে আলোচনায় আসেন জাফর। ২২ বছর বয়সী এই ক্রিকেটার ছাড়াও দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা অলরাউন্ডার ড্যান মাউজলি ও পেসার জন টার্নার। সম্প্রতি ঘরের মাঠে অস্ট্রেলিয়া বিপক্ষে সাদা বলের সিরিজের দলে থাকলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তারা।
গত জুলাইয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে সবশেষ মাঠে নামেন বাটলার। এর ডান পায়ের কাফ মাসলের চোটে ঘরোয়া ক্রিকেটেও খেলতে পারেননি ইংলিশদের সাদা বলের নিয়মিত অধিনায়ক। এই উইকেটকিপার-ব্যাটার বদলে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ফিল সল্ট এবং ওয়ানডে সিরিজে হ্যারি ব্রুক ইংল্যান্ডকে নেতৃত্ব দেয়।
তবে দলে ফিরলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বাটলার উইকেটের পেছনে দাঁড়াবেন কি না তা এখনও জানা যায়নি।
আগামী ৩১ অক্টোবর অ্যান্টিগায় ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে ইংল্যান্ডের ক্যারিবিয়ান সফর। একই মাঠে ২ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। ৬ অক্টোবর বার্বাডোজে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
এই মাঠে ৯ ও ১০ নভেম্বর টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। সেন্ট লুসিয়ায় শেষ তিন টি-টুয়েন্টি মাঠে গড়াবে ১৪, ১৬ ও ১৭ নভেম্বর।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ইংল্যান্ড ওয়ানডে ও টি-টুয়েন্টি দল:
জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, জ্যাকব বেথেল, জাফর চোহান, স্যাম কারেন, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, সাকিব মাহমুদ, ড্যান মাউজলি, জেইমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলি ও জন টার্নার।
মন্তব্য করুন: