এক দশক পর টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জয়
৩ অক্টোবর ২০২৪
১০ বছর ও ১৬ ম্যাচ পর অবশেষে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে জয় পেয়েছে বাংলাদেশ। ২০২৪ আসরের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে নিগার সুলতানা জ্যোতির দল।
বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের শারজায় টস জিতে ব্যাটিংয়ে খুব একটা বড় সংগ্রহ পায়নি বাংলাদেশ। তবে বোলারদের নৈপুণ্যে ৭ উইকেটে ১১৯ রানের পুঁজি নিয়েও জয় তুলে নেয় তারা। স্কটল্যান্ডের ইনিংস থামে ৭ উইকেটে ১০৩ রানে।
এদিন ব্যাট হাতে সাথী রানী বর্মণ ও সোবহানা মোস্তারি ছাড়া তেমন সুবিধা করতে পারেনি বাংলাদেশের কোনো ব্যাটার। কোনো ব্যাটার দেখা পাননি ফিফটিরও। সর্বোচ্চ ৩৬ রান করেন সোবহানা। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন ওপেনার সাথী। ক্যারিয়ারের শততম টি-টুয়েন্টি খেলতে নামা অধিনায়ক জ্যোতি করেন ১৮ বলে ১৮ রান।
পুরো ইনিংস অর্ধশত রানের জুটিও গড়তে পারেনি জ্যোতির দল। দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ ৪২ রানের জুটি গড়েন সাথী ও সোবহানা। ওপেনিং জুটি থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রানের জুটি।
ব্যাট হাতে মলিন থাকলেও বল হাতে শুরুটা ভালো হয় বাংলাদেশের। তৃতীয় ওভারেই উদ্বোধনী জুটি ভাঙেন ফাহিমা খাতুন। এরপর পাওয়ারপ্লের শেষ বলে প্রতিপক্ষ অধিনায়ক ক্যাথরিন ব্রেইসকে বোল্ড করেন মারুফা আক্তার। সে সময় তাদের সংগ্রহ ছিল ৩১ রান।
তবে এরপরই স্কটিশ ব্যাটারদের আরও চেপে ধরতে শুরু করেন বোলাররা। ম্যাচসেরা রিতু মনিসহ বাকিদের নিয়ন্ত্রিত বোলিংয়ে একশর পরেই থামে স্কটিশদের ইনিংস। ৪ ওভারের ১৫ রান খরচায় রিতুর শিকার ২ উইকেট। একটি করে উইকেট নেন মারুফা, নাহিদা আক্তার, ফাহিমা ও রাবেয়া খান।
এক উইকেট নিয়ে মেয়েদের মধ্যে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে টি-টুয়েন্টি ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন নাহিদা। অন্যদিকে পঞ্চম বোলার হিসেবে ৫০ উইকেট পূর্ণ করেন ফাহিমা।
এর আগে ২০১৪ সালে ঘরের মাঠে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপে সবশেষ জয় পায় বাংলাদেশ। নিজেদের অভিষেক আসরে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল সালমা খাতুনের দল।
আগামী শনিবার একই মাঠে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
মন্তব্য করুন: