পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে স্টোকসের খেলা নিয়ে শঙ্কা

৪ অক্টোবর ২০২৪

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে স্টোকসের খেলা নিয়ে শঙ্কা

চোটের কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজ খেলতে পারেননি বেন স্টোকস। অপেক্ষায় ছিলেন পাকিস্তানের মাটিতে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ দিয়ে মাঠে ফেরার। কিন্তু এখনও পুরোপুরি ফিট হয়ে না ওঠায় মুলতানে শুরু হতে যাওয়া প্রথম ম্যাচে ইংল্যান্ড অধিনায়কের খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

গত আগস্টে ইংল্যান্ডের একশ বলের ক্রিকেট আসর দ্য হান্ড্রেডে ব্যাটিংয়ের সময় বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পান এই তারকা অলরাউন্ডার। চোট থেকে সেরে উঠতে তাকে ছাড়াই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামে ইংলিশরা। তখন পাকিস্তানের বিপক্ষে সিরিজে মাঠে ফেরার লক্ষ্যে পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন ইংল্যান্ডের সাদা পোশাকের অধিনায়ক। তবে ইএসপিএন ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত মাঠে নামবেন না।

গত বুধবার পাকিস্তানে পা রাখার পর শুক্রবার প্রথমবারের মতো অনুশীলনে নামে ইংল্যান্ড। তবে এদিন প্রায় আধা ঘণ্টার মতো ব্যাটিং এবং খুব অল্প সময় বোলিং অনুশীলন করেন স্টোকস।

অধিনায়কের সবশেষ অবস্থা জানাতে গিয়ে শুক্রবার সাংবাদিকদের ওপেনার জ্যাক ক্রলি বলেন, “তাকে দেখে মনে হচ্ছে সে ভালো করছে, চোট থেকে ভালোভাবে সেরে উঠছে। আমরা এখনও সঠিক জানি না। আমার মনে হয়, তার আরও কয়েকটি পরীক্ষা করা প্রয়োজন।”

শেষ পর্যন্ত স্টোকস খেলতে না পারলে লঙ্কানদের বিপক্ষে সিরিজের মতো অলি পোপের নেতৃত্বে প্রথম টেস্টে মাঠে নামবে ইংল্যান্ড।

এছাড়াও এই সিরিজ দিয়ে মাঠে ফেরার অপেক্ষায় আছে ক্রলিও। আঙুলের চোটের কারণে লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠের বাইরে ছিলেন এই ডানহাতি ওপেনার। ইতোমধ্যেই ম্যাচ খেলার জন্য ফিট হয়ে উঠেছেন তিনি।

আগামী সোমবার মুলতানে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে ইংল্যান্ড। একই মাঠে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৫ অক্টোবর। রাওয়ালপিন্ডিতে তৃতীয় ও শেষ ম্যাচ মাঠে গড়াবে ২৪ অক্টোবর।

মন্তব্য করুন: