শুরুর আগেই বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন বার্গার
৪ অক্টোবর ২০২৪
বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দুই ম্যাচের টেস্ট শুরু হতে বাকি আরও দুই সপ্তাহের বেশি। তবে এর আগেই দুঃসংবাদ পেয়েছে প্রোটিয়ারা। পিঠের চোটে পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার নান্দ্রে বার্গার।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বাঁহাতি এই পেসারের মেরুদণ্ডের নিচের অংশে চোটের কথা জানায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
এই চোটের ফলে বাংলাদেশ সিরিজ ছাড়াও আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও খেলতে পারবেন না বার্গার। সিরিজের শেষ দুই ম্যাচের জন্য তার বদলি হিসেবে দলে কে আসবে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগে এই পেসারের বদলির নাম ঘোষণা করা হবে জানায় সিএসএ।
আইরিশদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে অনুশীলনের সময় পিঠে অস্বস্তি অনুভব করায় বার্গারের স্ক্যান করানো হলে চোট ধরা পড়ে। দেশে ফেরার পর ২৯ বছর বয়সী এই পেসারের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।
বার্গার ছিটকে যাওয়ার পর বাংলাদেশ সফরের জন্য দক্ষিণ আফ্রিকা দলের পেস আক্রমণে আছেন অভিজ্ঞ কাগিসো রাবাদা, ডেন প্যাটারসন ও পেস অলরাউন্ডার ভিয়ান মুল্ডার।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজটি খেলতে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশে আসবে প্রোটিয়ারা। ২১ তারিখ মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
মন্তব্য করুন: