টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথম দিনের ক্যাচ মিসের মহড়ায় সবার ওপরে বাংলাদেশ
৪ অক্টোবর ২০২৪
এক দশক পর মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো জয় পেয়েছে বাংলাদেশ। তবে টুর্নামেন্টে জয় খরা কাটানোর দিনে ফিল্ডিংটা মোটেও ভালো হয়নি নিগার সুলতানা জ্যোতির দলের। নবম আসরের উদ্বোধনী দিনে দুই ম্যাচে দলগুলো মোট ক্যাচ ফেলেছে ১৩টি, যে তালিকায় সবার ওপরে বাংলাদেশ।
বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের শারজায় বাংলাদেশ-স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হয় এবারের আসর। এই ম্যাচে মোট ক্যাচ মিস হয়েছে ৭টি, যার ৩টি করেছে স্কটিশ মেয়েরা। বাংলাদেশ করেছে ৪টি।
তৃতীয় ওভারে প্রথম ক্যাচ ছাড়েন উইকেটের পেছনে থাকা অধিনায়ক জ্যোতি। এরপর নবম ওভারের প্রথম বলে লং অনে ক্যাচ মিস করেন স্বর্ণা আক্তার।
এরপর ইনিংসের শেষ দুই ওভারে দু’বার জীবন পান ৪৯ রানের অপরাজিত থাকা সারাহ ব্রাইস। ১৯তম ওভারে চেষ্টা করেও তার ক্যাচ তালুবন্দী করতে ব্যর্থ হন রাবেয়া খান। এরপর শেষ ওভারে ক্যাচ মিস করেন সোবহানা মোস্তারি।
তবে ফিল্ডিং ভালো না হলেও বোলারদের নৈপুণ্যে ১২০ রানের লক্ষ্য দিয়ে জ্যোতির ম্যাচ জেতে ১৬ রানে। টি-টুয়েন্টি বিশ্বকাপে এটি বাংলাদেশের তৃতীয় জয়।
দিনের পরের ম্যাচেও একের পর এক ক্যাচ মিস করেছে পাকিস্তান ও শ্রীলঙ্কার ফিল্ডাররা। এই ম্যাচে মোট ক্যাচ মিস হয় ৬টি।
আগে ব্যাট করা পাকিস্তানের মেয়েদের ইনিংস গুটিয়ে যায় ১১৬ রানে। এই ইনিংসে মোট ৩টি ক্যাচ ছাড়েন লঙ্কান ফিল্ডাররা। রান তাড়ায় ৩বার জীবন পান লঙ্কান ব্যাটাররাও। তবে তারা তা কাজে লাগাতে পারেনি। তাদের ৮৫ রানে আটকে রেখে ৩১ রানের জয়ে আসর শুরু করে পাকিস্তান।
মন্তব্য করুন: