মিরাজকে দিয়ে সাকিবের অভাব পূরণের আশায় বাংলাদেশ

৪ অক্টোবর ২০২৪

মিরাজকে দিয়ে সাকিবের অভাব পূরণের আশায় বাংলাদেশ

সাকিব আল হাসানের অবসরের পর ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে প্রথমবারের মতো টি-টুয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। বাঁহাতি এই অলরাউন্ডারকে ছাড়া একাদশ সাজানো যে কিছুটা অস্বস্তির তা জানেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তবে সাকিবের বিকল্প হিসেবে দলে জায়গা পাওয়া মেহেদী হাসান মিরাজ সেই জায়গা পূরণ করতে পারবে বলে আশাবাদী বাংলাদেশ অধিনায়ক।

গত ২৬ সেপ্টেম্বর আচমকাই টেস্ট ও টি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। ফলে গত জুনে টি-টুয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের ম্যাচটিই এই ফরম্যাটে দেশসেরা এই ক্রিকেটারের শেষ ম্যাচ হয়ে থাকল।

সাকিব দলে থাকা মানেই একজন বাড়তি ব্যাটার নিয়ে একাদশ সাজাতে পারতো বাংলাদেশ। তবে এখন তিনি না থাকায় একাদশ সাজাতে হিমশিম খেতে হবে টিম ম্যানেজমেন্টকে। তার বিকল্প হিসেবে প্রায় ১৪ মাস পর টি-টুয়েন্টি দলে ফিরেছেন আরেক অলরাউন্ডার মিরাজ। কিন্তু ডানহাতি এই ক্রিকেটার কতটা সাকিবের অভাব পূরণ করতে পারবেন তা হয়তো সময়ই বলে দেবে।

তবে বন্ধুর ওপর আস্থা রাখছেন শান্ত। গোয়ালিয়রে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টি-টুয়েন্টির আগে শুক্রবারের সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেন, “সাকিব ভাইয়ের ব্যাপারটা হলো… অবশ্যই উনি যেহেতু এত দিন ছিলেন, এখন একটু মানিয়ে নিতে সমস্যা হবে, একাদশ সাজাতে একটু সমস্যা হবে। কারণ, সাকিব ভাই দুই দিক থেকে ভালো কম্বিনেশন দিতেন ব্যাটিং-বোলিং। আমরা মিরাজকে দলে নিয়ে এসেছি। আশা করব মিরাজ যেন ওই জায়গাটায় দ্রুত মানিয়ে নেয়।”

রোববার গোয়ালিয়রে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মাঠে নামবে শান্তর দল।

মন্তব্য করুন: