সাকিবের অভাব পূরণে চেষ্টা করবে পুরো দল: হৃদয়

৫ অক্টোবর ২০২৪

সাকিবের অভাব পূরণে চেষ্টা করবে পুরো দল: হৃদয়

সাকিব আল হাসানের টি-টুয়েন্টি থেকে অবসরের পর প্রথমবারের মতো এই ফরম্যাটে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। স্বাভাবিকভাবে দেশসেরা ক্রিকেটারকে ছাড়া ভারতের বিপক্ষে শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি সিরিজে কিছুটা চাপে থাকবে টাইগাররা। তবে সাকিবকে ছাড়া দল এগিয়ে যেতে প্রস্তুত আছে বলে জানিয়েছেন তাওহীদ হৃদয়।

রোববার গোয়ালিয়রে ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। সাকিবকে ছাড়া এর আগেও বাংলাদেশ টি-টুয়েন্টি ম্যাচ খেললেও এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। এই সিরিজ দিয়ে ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু কতে চায় বাংলাদেশ। যেখানে সাকিবকে ছাড়াই সামনের দিকে এগুতে হবে দলকে।

গত ২৬ সেপ্টেম্বর আচমকাই টেস্ট ও টি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন সাকিব। ফলে গত জুনে টি-টুয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে সুপার এইটের ম্যাচটিই এই ফরম্যাটে দেশসেরা এই ক্রিকেটারের শেষ ম্যাচ হয়ে থাকল।

সাকিবের অবসরের পর প্রথম সিরিজে মাঠে নামার আগে শনিবার সংবাদ সম্মেলনে আসেন হৃদয়। সেখানে বাঁহাতি এই অলরাউন্ডারকে ছাড়া খেলাটা কেমন চাপের হবে এমন প্রশ্নের জবাবে এই ডানহাতি ব্যাটার বলেন,আন্তর্জাতিক ক্রিকেটে চাপ সব সময়ই থাকে। যদি সেটা মাথায় থাকে তাহলে তো পারফর্ম করা যাবে না। আমাদের প্রক্রিয়া মেনে চলতে হবে, ভালো করার চেষ্টা করতে হবে।”

সাকিব ভাই নেই। অবশ্যই আমরা সাকিব ভাইকে মিস করব। কিন্তু এখান থেকে (জাতীয় দল) একদিন না একদিন সবাইকে যেতেই হবে। আশা করি, আমরা সাকিব ভাইয়ের শূন্যতা ভালোভাবে পূরণ করব।

সাকিবের অনুপস্থিতিতে নতুন দেশের ক্রিকেটে নতুন সুপারস্টার তৈরি হওয়ার বিষয়ে হৃদয় জানান, আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্সটাই মুখ্য।

সুপারস্টার তৈরি হওয়ার বিষয়টা বলতে পারব না, সময় বলে দেবে। আগে পারফর্ম করাই আসল কথা। দলের জন্য ভালো ফলাফল আনতে পারলে ভবিষ্যতে অনেকেই আসবে। আন্তর্জাতিক ক্রিকেটে পারফরম্যান্স ছাড়া আর কিছু চিন্তা করার সুযোগ নেই। সবাই পারফর্ম করতে চায়।

মন্তব্য করুন: