স্টোকসকে ছাড়াই প্রথম টেস্টে মাঠে নামছে ইংল্যান্ড

৫ অক্টোবর ২০২৪

স্টোকসকে ছাড়াই প্রথম টেস্টে মাঠে নামছে ইংল্যান্ড

হ্যামস্ট্রিংয়ের চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় নিয়মিত অধিনায়ক বেন স্টোকসকে ছাড়াই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ইংলিশদের নেতৃত্ব দেবেন অলি পোপ।

মুলতানে প্রথম টেস্ট শুরুর দুই দিন আগে শনিবার ম্যাচের একাদশ ঘোষণা করে ইংল্যান্ড। তখনই নিজের না খেলা বিষয়টি নিশ্চিত করেন স্টোকস।

এই ম্যাচ দিয়ে চোট কাটিয়ে একাদশে ফিরছেন ওপেনার জ্যাক ক্রলি। এছাড়াও আড়াই বছর পর দেশের বাইরে প্রথমবারের মতো টেস্ট খেলতে নামবেন অলরাউন্ডার ক্রিস ওকস। অভিষেকের হচ্ছে পেসার ব্রাইডন কার্সের।

‌আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে স্টোকসের খেলা নিয়ে শঙ্কা

সংবাদ সম্মেলনে স্টোকস বলেন, “আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম প্রথম ম্যাচে খেলার জন্য নিজেকে ফিট করে তুলতে। তবে আমরা এই ম্যাচটা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি এখনও নিজেকে ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত করে তুলতে পারিনি।

এখন দ্বিতীয় টেস্টে ফেরার লক্ষ্য নিয়ে অনুশীলন শুরু করবেন স্টোকস। তবে ইএসপিএন ক্রিকইনফো জানায়, ১৫ তারিখ শুরু হতে যাওয়া সেই টেস্টে কেবল ব্যাটার হিসেবেই খেলতে পারবেন এই অলরাউন্ডার।

আমি মেডিকেল টিমের সঙ্গে অনেক অনেক কঠোর পরিশ্রম করেছি এখনকার অবস্থানে আসতে। আমার মনে হয় সবাই যা ভেবেছিল আমি তার চেয়েও এগিয়ে আছি। নিজেকে ফিট করে তুলতে আগামী ১০দিন আমি আরও কঠোর পরিশ্রম করব।

আগামী সোমবার শুরু হতে যাওয়া টেস্টের একাদশে দুজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে মাঠে নামছে ইংলিশরা। শোয়েব বশিরের সঙ্গী হবেন গত জানুয়ারিতে ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট খেলা জ্যাক লিচ।

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের ইংল্যান্ড একাদশ :

জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ (অধিনায়ক), জো রুট, হ্যারি ব্রুক, জেইমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, জ্যাক লিচ শোয়েব বশির।

মন্তব্য করুন: