জয়ে ফেরার রাতে ভিনিসুস-কারভাহালকে হারাল রিয়াল

৬ অক্টোবর ২০২৪

জয়ে ফেরার রাতে ভিনিসুস-কারভাহালকে হারাল রিয়াল

দুই ম্যাচ পর জয়ে ফেরার রাতে বড় দুঃসংবাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। চোটে পড়েছেন ডিফেন্ডার দানি কারভাহাল এবং ফরোয়ার্ড ভিনিসুস জুনিয়র। এর মধ্যে লম্বা সময়ের জন্য মাঠ থেকে ছিটকে গেছেন কারভাহাল। অন্যদিকে ব্রাজিলের হয়ে আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে নামা নিয়ে শঙ্কা রয়েছে ভিনিসুসের।

শনিবার সান্তিয়াগো বের্নাবেউয়ে ভিয়ারিয়ালকে - গোলে হারায় রিয়াল। গোল দুটি করেন ফেদে ভেলভার্দে ভিনিসুস। গোল করার ছয় মিনিট পর ৭৯তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে তুলে নেন কোচ কার্লো আনচেলত্তি।

ম্যাচের যোগ করা সময়ে বড় ধাক্কাটা খায় স্বাগতিকরা। প্রতিপক্ষ ফুটবলারের সঙ্গে বল দখলের লড়াইয়ে ডান পায়ের অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে ফেলেন কারভাহাল।

রোবাবার এক বিবৃতিতে ৩২ বছর বয়সী এই স্প্যানিশ ডিফেন্ডারের চোটের বিষয়টি নিশ্চিত করে ক্লাব কর্তৃপক্ষ। দ্রুতই তার অস্ত্রোপচার করানোর কথা জানানো হয়। একই সঙ্গে ভিনিসুসের ঘাড়ের চোটে পড়ার কথাও জানানো হয়। আপাতত এই ফরোয়ার্ডের অবস্থা পর্যবেক্ষণে রাখা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে অ্যাম্বুলেন্সে নিজের ছবি দিয়ে কারভাহাল বলেন, “গুরুতর এসিএলের চোট নিশ্চিত করা হয়েছে। আমাকে অস্ত্রোপচারে যেতে হবে এবং কয়েক মাসের জন্য মাঠের বাইরে থাকব।

অন্যদিকে ইএসপিএন ব্রাজিলকে ভিনিসুসের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, ২৪ বছর বয়সী এই ফুটবলারের চোট নিয়ে তারা দুশ্চিন্তায় আছে। শেষ পর্যন্ত তিনি আগামী সপ্তাহের বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে পারবেন কি না সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

আন্তর্জাতিক বিরতিতে এই দুই খেলোয়াড়েরই নিজ নিজ দেশে যোগ দেওয়ার কথা ছিল। স্পেনের হয়ে ডেনমার্ক সার্বিয়ার বিপক্ষে খেলতে নামতেন কারভাহাল। অন্যদিকে ব্রাজিলের হয়ে ভিনিসুসের চিলি পেরুর বিপক্ষে খেলার কথা।

কারভাহালের চোটের পর রক্ষণভাগে বড় ধাক্কাই খেল রিয়াল। গত সপ্তাহে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের পেশির চোটে পড়েন গোলরক্ষক থিবো কোর্তোয়া।

ভিয়ারিয়ালের বিপক্ষে জয়ে ম্যাচে জয়ে ২১ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে আছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আছে তালিকার শীর্ষে।

মন্তব্য করুন: