কুককে ছাড়িয়ে শীর্ষে রুট
৯ অক্টোবর ২০২৪
অ্যালিস্টার কুককে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ রানের মালিক হয়েছেন জো রুট। পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টের তৃতীয় দিন এই কীর্তি গড়েছেন সাবেক এই ইংলিশ অধিনায়ক। একই সঙ্গে টেস্ট ক্রিকেটের ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ রান-সংগ্রাহক এখন তিনি।
বুধবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন ভোজের বিরতির আগে কুককে পেছনে ফেলেন রুট। আমের জামালের করা ফুল লেন্থের ডেলিভারিতে অন ড্রাইভে বাউন্ডারি হাঁকিয়ে ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান-সংগ্রাহক বনে যান ডানহাতি এই ব্যাটার।
কুকের চেয়ে ৭০ রান পেছনে থেকে মুলতান টেস্ট শুরু করেছিলেন রুট। এই কীর্তি গড়ার পর ক্যারিয়ারের ৩৫তম শতকও হাঁকিয়েছেন ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। এর আগে গত আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে লর্ডস টেস্টে জোড়া শতক হাঁকিয়ে কুকের ৩৩ টেস্ট সেঞ্চুরিকেও পেছনে ফেলেন তিনি।
১৬১ টেস্টে ২৯১ ইনিংসে ৪৫ দশমিক ৩৫ গড়ে ১২ হাজার ৪৭২ রান নিয়ে এতদিন শীর্ষে থাকা কুক অবসর নেন ২০১৮ সালে। তাকে ছাড়িয়ে যেতে রুট ১৪৭ টেস্টে খেলেছেন ২৬৮ ইনিংস। গড় ৫০ দশমিক ৯১।
টেস্ট ইতিহাসে রান সংগ্রহের দিক দিয়ে রুটের উপরে আছেন চার জন। ১৩ হাজার ২৮৮ রান নিয়ে চতুর্থ স্থানে আছেন ভারতের রাহুল দ্রাবিড়। ১৩ হাজার ২৮৯ রান নিয়ে তার ওপরে আছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ১৩ হাজার ৩৭৮ নিয়ে দুইয়ে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। রেকর্ড ২০০ টেস্টে ১৫ হাজার ৯২১ রান নিয়ে সবার উপরে আছেন ভারতের ব্যাটিং গ্রেট শচীন টেন্ডুলকার।
মন্তব্য করুন: