ভারত সফর শুরুর আগেই বড় ধাক্কা নিউ জিল্যান্ড দলে
৯ অক্টোবর ২০২৪
ভারতের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে নিউ জিল্যান্ড। চোটের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন কেইন উইলিয়ামসন। শঙ্কা আছে বাকি ম্যাচগুলোতেও অভিজ্ঞ এই ব্যাটারকে দলে পাওয়া নিয়ে।
গত মাসে শ্রীলঙ্কায় দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশড হয় নিউ জিল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচে কুঁচকিতে চোট পান উইলিয়ামসন। চোট থেকে সেরে উঠতে দেশেই পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকটার।
তবে উইলিয়ামনের খেলা নিয়ে শঙ্কা থাকলেও তাকে নিয়েই মঙ্গলবার ভারত সফরের জন্য দল ঘোষণা করেছে কিউইরা। এই সিরিজ দিয়ে আনুষ্ঠানিক অধিনায়ক হিসেবে নিউ জিল্যান্ডকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। দলে ডাক পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা মার্ক চ্যাপম্যান।
এছাড়াও সিরিজের জন্য দলে ফিরেছেন ইশ সোধি। তবে ডানহাতি এই লেগ স্পিনার দলের সঙ্গে যোগ দেবেন প্রথম টেস্টের পর। প্রথম ম্যাচের পর দ্বিতীয় সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরে যাবেন মাইকেল ব্রেসওয়েল।
সিরিজের পরের অংশে উইলিয়ামসনকে পাওয়ার ব্যাপারে আশাবাদী নিউ জিল্যান্ডের নির্বাচক বলেন, “আমরা যে পরামর্শ পেয়েছি, তাতে কেইনের (উইলিয়ামসন) সেরে উঠতে সম্ভাব্য সেরা উপায় হলো বিশ্রাম নেওয়া। চোটের মাত্রা যেন বেড়ে না যায়, এজন্য পুনর্বাসন চালিয়ে যাওয়া। আমরা আশাবাদী, পুনর্বাসন যদি পরিকল্পনামতো এগোয়, তাহলে সফরের পরের ভাগে তাকে পাওয়া যাবে।”
আগামী বুধবার বেঙ্গালুরুতে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই সিরিজের প্রথম টেস্ট। পুনেতে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৪ অক্টোবর। মুম্বাইয়ে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১ নভেম্বর।
ভারত সফরের নিউ জিল্যান্ড দল:
টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল, মাইকেল ব্রেসওয়েল (প্রথম টেস্ট), মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, উইল ও’রোর্ক, আজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, বেন সিয়ার্স, ইশ সোধি (দ্বিতীয় ও তৃতীয় টেস্ট), টিম সাউদি, কেইন উইলিয়ামসন ও উইল ইয়ং।
মন্তব্য করুন: