নিতিশ-রিংকু ঝড়ে বাংলাদেশকে ২২২ রানের লক্ষ্য দিল ভারত

৯ অক্টোবর ২০২৪

নিতিশ-রিংকু ঝড়ে বাংলাদেশকে ২২২ রানের লক্ষ্য দিল ভারত

বল হাতে দারুণ শুরু এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব। তবে পাওয়ারপ্লেতে জীবন পাওয়া নিতিশ কুমার রেড্ডি ও রিংকু সিংয়ের ঝড়ে ৯ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছে ভারত।

বুধবার দিল্লিতে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। ভারতীয় ওপেনারদের আগ্রাসন থামাতে মেহেদী হাসান মিরাজকে দিয়ে ইনিংসের শুরু করান বাংলাদেশ অধিনায়ক। কিন্তু প্রথম ওভারে ১৫ রান তুলে আবারও স্বাগতিকদের উড়ন্ত সূচনার ইঙ্গিত দেন সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। কিন্তু দ্বিতীয় ওভারেই সেই আগ্রাসন থামান তাসকিন। ওভারে ২ রান দিয়ে তুলে নেন স্যামসনকে (১০)।

পরের ওভারে দলকে দ্বিতীয় সাফল্য এনে দেন তানজিম। শরিফুল ইসলামের বদলে একাদশে আসা ডানহাতি এই পেসার ওভারের শেষ বলে উপড়ে ফেলেন অভিষেকের (১৫) অফ-স্টাম্প।

নিজের পরের ওভারেই নিতিশকেও ফেরাতে পারতেন তানজিম। কিন্তু উইকেটের পেছনে বল তালুবন্দী করতে ব্যর্থ হন লিটন দাস। সে সময় ৪ বলে ৬ রানে ছিলেন নিতিশ। পাওয়ারপ্লের শেষ ওভারে ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবকে (৮) ফেরান মুস্তাফিজুর রহমান।

এরপরই তাণ্ডব শুরু করেন নিতিশ ও রিংকু। রিশাদ হোসেনের দশম ওভারে ২৪ এবং মিরাজের ১৩তম ওভারে ২৬ রান তোলেন এই দুই ব্যাটার। এর মাঝেই ক্যারিয়ারের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ২৭ বলে প্রথম ফিফটি তুলে নেন নিতিশ। ৩৪ বলে ৭ ছক্কা ও ৪ চারে ৭৪ রান করা এই ব্যাটারকে ফেরান মুস্তাফিজ। এরই সঙ্গে ভাঙে চতুর্থ উইকেটে ৪৯ বলে ১০৮ রানের জুটি।

এই জুটি ভাঙলে বোলারদের ওপর ঝড় তোলেন রিংকু ও হার্দিক পান্ডিয়া। ৫৩ রান করা রিংকুকে ফিরিয়ে নিজের দ্বিতীয় শিকার ধরেন তাসকিন। রিশাদের শেষ ওভারের প্রথম বলে পান্ডিয়া ফেরেন ১৯ বলে ৩২ রান করে। রিশাদ আরও ২ উইকেট তুলে নিলে ভারতের সংগ্রহ আরও বড় হয়নি।

বোলারদের মার খাওয়ার দিনে ৪ ওভারে ১৬ রান খরচায় ২ উইকেট নেন তাসকিন। তানজিম ও মুস্তাফিজের শিকার দুটি করে উইকেট।

মন্তব্য করুন: