‘শক্তির অভাবে’ ছক্কা মারতে পারে না বাংলাদেশের ব্যাটাররা
১১ অক্টোবর ২০২৪
ভারতের বিপক্ষে চলমান টি-টুয়েন্টি সিরিজে যাচ্ছেতাই পারফরম্যান্স করে চলেছেন বাংলাদেশের ব্যাটাররা। দুই ম্যাচের একটিতেও দেড়শ রান করতে পারেনি নাজমুল হোসেন শান্তর দল। ছক্কা মারার দিক দিয়েও দু’দলের মধ্যে আকাশ-পাতাল তফাত। আর এর কারণ হিসেবে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে শারীরিক শক্তির ব্যবধানের কথা তুলে ধরেছেন টাইগারদের সহকারী কোচ নিক পোথাস।
তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে শনিবার হায়দরাবাদে তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। আগের দুই ম্যাচে ভারতের কাছে স্রেফ উড়ে যাওয়া সফরকারীদের ব্যাটিং ব্যর্থতা নিয়ে বেশ আলোচনা হয় ম্যাচের আগের দিনের সংবাদ সম্মেলনে।
শুক্রবারের সংবাদ সম্মেলনের বেশির ভাগ সময় শুধু ভারত থেকে শিক্ষা নেওয়ার কথা জানান পোথাস। পুরো সফরে এখনও একটি ম্যাচও জিততে না পারার প্রসঙ্গে অন্যান্য দেশের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সে নজর দেওয়ার কথা বলেন তিনি।
পুরো সিরিজে ভারতের সঙ্গে ছক্কা মারার সামর্থ্য নিয়ে জানতে চাওয়া হলে পোথাস তুলে ধরেন দু’দল দলের ক্রিকেটারদের ওজনের পার্থক্যের কথা।
“কঠিন কথা বললেন। একজন যদি ৯৫-১০০ কেজি ওজনের হয় আর আরেকজন যদি হয় ৬৫ কেজি, তাহলে একজন তো বেশি দূরে বল পাঠাবেই। অবশ্যই এখানে টাইমিং আছে, টেকনিক আছে, সব আছে। আমরা প্রতিনিয়ত কাজও করে যাচ্ছি।”
এর কারণ হিসেবে আইপিএলকে উদাহরণ হিসেবে এনে টাইগার ফিল্ডিং কোচ বলেন, “আইপিএলের দিকেও তাকাতে হবে। আইপিএল দুনিয়ার সেরা টুর্নামেন্ট। প্লেয়ারদের কোয়ালিটি মিলিয়ে দারুণ টুর্নামেন্ট। আইপিএল খেলোয়াড়দের তৈরি করে দেয় আন্তর্জাতিক মঞ্চের জন্য। ফলে এখানে আপনি পুরো ভিন্ন দুটি জিনিসের তুলনা করছেন যে ভারতের কটি ছক্কা এবং আমাদের কটি ছক্কা।”
“এটা অনেকটা এমন হয়ে গেল, ওয়েস্ট ইন্ডিজ কটি ছক্কা মেরেছে আর আমরা কটি। তারা অনেক শক্তিশালী ক্রিকেটার। আমরা স্ট্রেংথ এবং কন্ডিশনিংয়ের দিকে উন্নতি করছি। কিন্তু জেনেটিকস নিয়ে তো আর লড়াই করতে পারবেন না।”
সংবাদ সম্মেলনের বেশিরভাগ সময় নিজেদের ব্যর্থতার কথা মানতে না চাইলেও শেষ পর্যন্ত অবশ্য নিজেদের ব্যাটিং ব্যর্থতার স্বীকার করে পোথাস বলেন, “আমরা প্রত্যাশা অনুযায়ী ব্যাটিং করতে পারিনি। অবশ্যই ১৭০-১৮০ রান করতে পারতাম। তারা ২২০ করুক বা যাই করুক, সেটা বোলিংয়ের ব্যাপার। সেটা আমি মেনে নিচ্ছি। আমাদের আরও বেশি রান করা দরকার ছিল। দারুণ উইকেট ছিল। ভারতও অনেক ভালো বল করেছে। আমরাও ম্যাচের অনেক সময়ে অনেক সুযোগ নিতে পারিনি।”
মন্তব্য করুন: