দীর্ঘায়িত হলো শামির মাঠে ফেরা
১২ অক্টোবর ২০২৪
গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর থেকে চোটের কারণে মাঠের বাইরে আছেন মোহাম্মদ শামি। পুরোপুরি সেরে না ওঠায় নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের দলে নেই এই অভিজ্ঞ পেসার। আর তিন ম্যাচের এই সিরিজ দিয়ে ভারতের সহ-অধিনায়কের দায়িত্বে ফেরানো হয়েছে যশপ্রীত বুমরাহকে।
কিউইদের বিপক্ষে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের জন্য শনিবার ১৫ সদস্যের দল ঘোষণা করে ভারত। বাংলাদেশের বিপক্ষে সদ্য শেষ হওয়া সিরিজের দল থেকে বাদ পড়েছেন কোনো ম্যাচ না খেলা পেসার ইয়াশ দয়াল। এছাড়া দলে আর কোনো পরিবর্তন আনা হয়নি।
এর আগে কয়েক দফায় দলের সহ-অধিনায়ক ছিলেন বুমরাহ। তার নেতৃত্বে একটি টেস্টেও খেলেছে ভারত। তবে এবারের পাওয়া দায়িত্বে বাড়তি গুরুত্ব রয়েছে। আগামী মাসে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শুরুর দিকে ব্যক্তিগত কারণে অনুপস্থিত থাকতে পারেন নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা। সেক্ষেত্রে দলকে নেতৃত্ব দেবেন বুমরাহ।
আগামী ২২ নভেম্বর পার্থ টেস্ট দিয়ে শুরু হবে এবারের অস্ট্রেলিয়া-ভারত টেস্ট সিরিজ। এর আগে ২০২২ সালে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে কোভিড পজিটিভ হওয়ার কারণে রোহিত খেলতে না পারায় ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন বুমরাহ। সেটিই ছিল পেশাদার ক্রিকেটে ডানহাতি এই পেসারের অধিনায়কত্বের প্রথম অভিজ্ঞতা।
অন্যদিকে গত বছর ১৯ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর আর কোনো ধরনের ক্রিকেটে খেলতে পারেননি শামি। গোড়ালির চোটের কারণে অস্ত্রোপচারের পর দীর্ঘদিন ধরে তার পুনর্বাসন প্রক্রিয়া চলছে। ধারণা করা হচ্ছিল, ঘরোয়া ক্রিকেট দিয়ে মাঠে ফিরে তিনি অস্ট্রেলিয়া সফরের জন্য তৈরি হবেন।
নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য চারজন রিজার্ভ খেলোয়াড়ও রেখেছে ভারত। তাদের মধ্যে আছেন গতির ঝড় তুলে আলোচনায় আসা ফাস্ট বোলার মায়াঙ্ক যাদব এবং অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি। এই দুই ক্রিকেটারেরই আন্তর্জাতিক অভিষেক হয়েছে বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে।
আগামী বুধবার বেঙ্গালুরুতে শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত এই সিরিজের প্রথম টেস্ট। পুনেতে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৪ অক্টোবর। মুম্বাইয়ে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ১ নভেম্বর।
এই সিরিজ দিয়ে নিউ জিল্যান্ডের নিয়মিত অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন টম ল্যাথাম। চোটের কারণে প্রথম ম্যাচে খেলতে পারবেন না অভিজ্ঞ ব্যাটার কেইন উইলিয়ামসন।
নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের ভারত দল:
রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সোয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফারাজ খান, রিশাভ পান্ত, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ।
রিজার্ভ: হার্শিত রানা, নিতিশ কুমার রেড্ডি, মায়াঙ্ক যাদব, প্রসিধ কৃষ্ণা।
মন্তব্য করুন: