ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ

১২ অক্টোবর ২০২৪

ব্যাটিং ব্যর্থতায় হার দিয়ে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ

নিজেদের শেষ ম্যাচে এসেও ব্যাটিং ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারল না বাংলাদেশের মেয়েরা। মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে ৭ উইকেটে হেরে এবারের টুর্নামেন্ট শেষ করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

শনিবার দুবাইয়ে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে কেবল ১০৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে ১৬ বল হাতে রেখে লক্ষ্য পৌঁছে যায় প্রোটিয়া মেয়েরা। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে পাওয়া জয় নিয়ে বাড়ি ফিরছে জ্যোতিরা।

টুর্নামেন্ট জুড়ে ব্যর্থ বাংলাদেশের ওপেনিং জুটি এদিন স্থায়ী হয় মাত্র দুই বল। উইকেটকিপারের হাতে কোনো রান না করা দিলারা আক্তার ক্যাচ দিয়ে ফিরলে শূন্য রানেই শেষ হয় উদ্বোধনী জুটি।

এরপর সোবহানা মোস্তারিকে নিয়ে সাথী রানী বর্মণ ৩৬ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামাল দেন। এই জুটি থামে ১৯ রান করা সাথী সাজঘরে ফিরলে। কিন্তু এই রান করতে ডানহাতি এই ওপেনার খেলেন ৩০ বল।

তৃতীয় উইকেটে অধিনায়ক জ্যোতি ও সোবহানা ৪৫ রানের জুটি গড়েন ৫৬ বলে। মূলত এই জুটির ধীরগতির ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। ৪৩ বলে দলীয় সর্বোচ্চ ৩৮ রান করে ফেরেন সোবহানা। ৩৮ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন জ্যোতি।

লক্ষ্য তাড়ায় দক্ষিণ আফ্রিকাকে তেমন কোনো বাধায় ফেলতে পারেননি বোলাররা। ২৩ রানে ফাহিমা খাতুন উদ্বোধনী জুটি ভাঙলেও দ্বিতীয় উইকেটে ৫৩ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় প্রোটিয়ারা।

দুটি উইকেট শিকার করেন ফাহিমা। রিতু মনি নেন এক উইকেট।

৪ ম্যাচে ১ জয়ে ২ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে পয়েন্ট তালিকার চারে থেকে এবারের টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ।

মন্তব্য করুন: