নিজ দলে নিঃস্বার্থ ক্রিকেটারদের চান ভারত অধিনায়ক
১৩ অক্টোবর ২০২৪
তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশকে স্রেফ উড়িয়ে দিয়ে হোয়াইটওয়াশ করেছে ভারত। প্রতিটি ম্যাচেই ব্যাটে-বলে টাইগারদের চেয়ে যোজন-যোজন এগিয়ে ছিল সূর্যকুমার যাদবের দল। সিরিজের শেষ ম্যাচে তো মাত্র ৩ রানের জন্য তিনশ রান করতে পারেনি তারা। দলের এমন দুর্দান্ত সাফল্যের পেছনের গল্পটাও জানিয়েছেন ভারত অধিনায়ক।
শনিবার হায়দরাবাদে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ বোলারদের বেদম পিটিয়ে ৬ উইকেটে ২৯৭ রানের সংগ্রহ পায় ভারত। এটি আন্তর্জাতিক টি-টুয়েন্টি ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। আর টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সর্বোচ্চ। লক্ষ্য তাড়ায় ৭ উইকেটে ১৬৪ রানের বেশি করতে পারেনি নাজমুল হোসেন শান্ত দল। ম্যাচ হেরেছে ১৩৩ রানের বিশাল ব্যবধানে।
ম্যাচ শেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠাতে দলের এমন পারফরম্যান্স নিয়ে সূর্যকুমার বলেন, “দল হিসেবে আমরা অনেক কিছু অর্জন করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সিরিজের শুরুতে যেটা বলেছিলাম যে, আমার দলে আমি নিঃস্বার্থ ক্রিকেটার চাই। আমরা নিঃস্বার্থ দল হতে চাই। পান্ডিয়াও যেটা বলেছে, মাঠ ও মাঠের বাইরে আমরা একে অন্যের পারফরম্যান্স উপভোগ করতে চাই। যত বেশি পারি সময় কাটাতে চাই। পারস্পরিক আস্থা মাঠে দেখাতে চাই ও মজা করতে চাই। আমাদের দলে এমন কথাই হয়।”
রেকর্ড সংগ্রহ গড়ার পথে ব্যাট হাতে তাণ্ডব চালান ভারতের প্রায় সবাই। তবে বড় ভূমিকা রাখেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি হাঁকানো সাঞ্জু স্যামসন। ৬২ রান থেকে রিশাদ হোসেনের এক ওভারে টানা ৫টি ছক্কা হাঁকিয়ে তা নিয়ে যান ৯২ রানে। এরপর ৯৬ রানে থাকা অবস্থায় অফ-স্পিনার শেখ মাহেদী হাসানকে তার মাথার ওপর দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে ৪০ বলে তুলে নেন শতক। শেষ পর্যন্ত তার ইনিংস থামে ৯ চার ও ৮ ছক্কায় ১১১ রানে।
ভয়ডরহীন ও নিঃস্বার্থ ক্রিকেট খেলার ক্ষেত্রে স্যামসনের এই ইনিংসটির কথা তুলে ধরেন ভারত অধিনায়ক। জানান, নতুন কোচ গৌতম গম্ভীর দায়িত্ব নেওয়ার পরই থেকে দলের মূলমন্ত্র এটাই।
“শ্রীলঙ্কা সিরিজের শুরুতেও গৌতি ভাই (গৌতম গম্ভীর) একই কথা বলেছিলেন, ‘কেউই দলের চেয়ে বড় নয়’। আপনি ৯৯ রানে কিংবা ৪৯ রানে থাকুন না কেন, দলের জন্য যদি মনে হয়ে বলটি মাঠের বাইরে পাঠানো উচিত, আপনাকে মারতেই হবে। সাঞ্জু এই কাজটাই করেছে। ওর জন্য অনেক খুশি।”
টি-টুয়েন্টি বিশ্বকাপের পর ভারতের হেড কোচ হিসেবে দায়িত্ব নেন গম্ভীর। এরপর আনুষ্ঠানিকভাবে এই ফরম্যাটের অধিনায়ক করা হয় সূর্যকুমারকে। তাদের অধীনে খেলা ৬ টি-টুয়েন্টির সবকটিতেই জয় ভারতের।
আগামী ৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকার মাটিতে পরবর্তী টি-টুয়েন্টি সিরিজে মাঠে নামবে ভারত। চার ম্যাচের এই সিরিজটি শেষ হবে ১৫ নভেম্বর।
মন্তব্য করুন: