পাকিস্তান দল থেকে বাদ পড়তে পারেন বাবর

১৩ অক্টোবর ২০২৪

পাকিস্তান দল থেকে বাদ পড়তে পারেন বাবর

ব্যাট হাতে সময়টা একদমই ভালো যাচ্ছে না বাবর আজমের। তার দল পাকিস্তানও টেস্ট ক্রিকেটে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে। এমন অবস্থায় ডানহাতি এই ব্যাটারকে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ দেওয়ার পরিকল্পনা করছে পাকিস্তানের নতুন নির্বাচক কমিটি।

ইএসপিএন ক্রিকইনফো রোববার এক প্রতিবেদনে জানায়, মুলতান টেস্টের প্রথম ইনিংসে ৫৫৬ রান করার পরেও গত শুক্রবার ইংল্যান্ডের কাছে ইনিংস ও ৪৭ রানে হারার কয়েক ঘণ্টার মধ্যে বাবরকে দল থেকে বাদ দেওয়ার প্রস্তাব দেয় নির্বাচক কমিটি।

শনিবার মুলতানে অভিজ্ঞ আম্পায়ার আলিম দার, পাকিস্তানের সাবেক অধিনায়ক আজহার আলী, সাবেক ক্রিকেটার আসাদ শফিক ও আকিব জাভেদ ও টিম অ্যানালিস্ট হাসান চিমাকে নিয়ে গড়া নতুন নির্বাচক কমিটির সঙ্গে পিসিবি সভাপতি মহসিন নাকভিসহ পাঁচ পরামর্শকের আলোচনাতেও একই প্রস্তাবনা দেওয়া হয়। আলোচনায় কয়েকজন পরামর্শক বাবরকে বাদ দেওয়ার বিপক্ষে থাকলেও অধিকাংশই এর পক্ষে মত দেয়।

টেস্ট ক্রিকেটে ২০২২ সালের ডিসেম্বর থেকে কোনো ফিফটির দেখা পাননি বাবর। সেবার নিউ জিল্যান্ডের বিপক্ষে করাচি টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকান তিনি। আর তাই নির্বাচক কমিটির মতে, জাতীয় দল থেকে দূরে থাকলে তা রান খরায় ভুগতে থাকা সাবেক এই অধিনায়কের জন্য উপকার বয়ে আনবে।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মুলতানের ব্যাটিং সহায়ক উইকেটেও রানের দেখা পাননি বাবর। দুই ইনিংস মিলিয়ে করেন ৩৫ রান। অথচ প্রথম ইনিংসে পাকিস্তানের তিন ব্যাটার শতকের দেখা পান। ইংল্যান্ডের হ্যারি ব্রুক হাঁকান ট্রিপল সেঞ্চুরি। অন্যদিকে জো রুট খেলেন ২৬২ রানের দুর্দান্ত এক ইনিংস।

গত বছর জানুয়ারি থেকে এখন পর্যন্ত খেলা ৯ টেস্টে বাবরের সর্বোচ্চ রান ৪১, অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে। এই সময়ের মধ্যে তার ব্যাটিং গড় ২১ এরও কম। প্রায় সব ইনিংসে ভালো শুরুর ইঙ্গিত দিলেও তা আর বড় করতে পারেননি। গত আগস্টে বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ফেরেন কোনো রান না করেই।

আগামী মঙ্গলবার মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে পাকিস্তান।

মন্তব্য করুন: