পাকিস্তান দল থেকে বাদ পড়লেন বাবর-শাহিন
১৩ অক্টোবর ২০২৪
ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচের দলে বেশ বড় পরিবর্তন এনেছে পাকিস্তান। আগেই জানা গিয়েছিল দল থেকে বাদ পড়তে পারেন বাবর আজম। এবার অভিজ্ঞ এই ব্যাটার ছাড়াও দল থেকে বাদ পড়েছেন দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহ।
রোববার পাকিস্তান ক্রিকেটের এই তিন বড় তারকাকে ছাড়াই দ্বিতীয় ও তৃতীয় টেস্টের জন্য এক বিবৃতিতে ১৬ সদস্যের দল ঘোষণা করে পিসিবি। বিবৃতিতে বাবর, শাহিন ও নাসিমের বাদ পড়ার কারণ হিসেবে তাদের সাম্প্রতিক ফর্ম ও ফিটনেসের বিষয় দেখানো হয়।
সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৫৫৬ রান করার পরেও ইংল্যান্ডের কাছে ইনিংস ও ৪৭ হারে পাকিস্তান। দলের এমন শোচনীয় পরাজয়ের পর শেষ দুই ম্যাচে পরিবর্তন অনুমেয়ই ছিল। তবে অধিনায়ক শান মাসুদ ও কোচ জেসন গিলেস্পি দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের দলে রাখার পক্ষ থাকলেও নতুন নির্বাচক কমিটি তা করেনি।
দল ঘোষণা নিয়ে গত শুক্রবার নির্বাচক কমিটিতে নতুন দায়িত্ব পাওয়া দেশটির সাবেক পেসার আকিব জাভেদ বলেন, “আমরা আত্মবিশ্বাসী যে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে এই বিরতি বাদ পড়া খেলোয়াড়দের ফিটনেস, আত্মবিশ্বাস ও ধৈর্য ফিরিয়ে আনবে। ফলে ভবিষ্যতে তারা যখন দলে আসবে তখন নিজেদের সেরা অবস্থানে থাকবে।”
গত বছর জানুয়ারি থেকে টেস্টে ব্যাট হাতে সময়টা একদমই ভালো কাটেনি বাবরের। ৯ ম্যাচে ১৮ ইনিংসে নেই কোনো ফিফটি। সর্বোচ্চ রান করেছেন ৪১। এই সময়ের মধ্যে তার ব্যাটিং গড় ২১ এরও কম। ফলে গত শুক্রবার মুলতান টেস্টের পরই সাবেক এই অধিনায়ককে বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছিল নতুন নির্বাচক কমিটি।
অন্যদিকে বল হাতে সময়টা ভালো যাচ্ছিল না শাহিনেরও। ২০২৩ সালের শুরু থেকে এখন পর্যন্ত তার খেলা ১১ ইনিংসে উইকেট পেয়েছেন মাত্র ১৭টি। সিরিজের প্রথম টেস্টেও ছিলেন বেশ নিষ্প্রভ। এছাড়া নাসিমের বাদ পড়ার পেছনে অফ-ফর্ম ছাড়াও হালকা চোটের কথা শোনা যাচ্ছে।
আগামী মঙ্গলবার মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামবে দু’দল।
দ্বিতীয় ও তৃতীয় টেস্টে পাকিস্তান দল:
শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমের জামাল, আবদুল্লাহ শফিক, হাসিবউল্লাহ, কামরান গুলাম, মেহরান মুমতাজ, মীর হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলী, সাজিদ খান, সালমান আলী আগা ও জাহিদ মেহমুদ।
মন্তব্য করুন: