অস্ট্রেলিয়া দলে ফিরলেন কামিন্স

১৪ অক্টোবর ২০২৪

অস্ট্রেলিয়া দলে ফিরলেন কামিন্স

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন প্যাট কামিন্স। প্রায় এক বছর পর ৫০ ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়াকে ষষ্ঠ বিশ্বকাপ জেতানো অধিনায়কের ফেরার সিরিজে পিতৃত্বকালীন ছুটিতে দলের বাইরে থাকবেন ট্র্যাভিস হেড মিচেল মার্শ।

সোমবার পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে মৌসুমের প্রথম সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) চোটের কারণে দলে নেই অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। তার অনুপস্থিতিতে দলে জায়গা পেয়েছেন আরেক অলরাউন্ডার মার্কাস স্টয়নিস।

গত বছরের ১৯ নভেম্বর ভারতকে স্তব্ধ করে দিয়ে অস্ট্রেলিয়াকে রেকর্ড ষষ্ঠবারের মতো ওয়ানডে বিশ্বকাপ জেতানোর পর থেকে এই ফরম্যাটে আর খেলেননি কামিন্স। ধারণা করা হচ্ছিল, ভারতের বিপক্ষে আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটি খেলবেন না অজি অধিনায়ক। তবে এখন এই সিরিজ খেলেই সাদা পোশাকের প্রস্তুতি সারতে হবে ৩১ বছর বয়সী এই পেসারকে।

অন্যদিকে সন্তান সম্ভবা স্ত্রীদের পাশে থাকতে তিন ম্যাচের এই সিরিজ থেকে দলে থাকবেন না ওপেনার হেড অলরাউন্ডার মার্শ। ফলে নতুন এক ওপেনিং জুটি নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। নতুন এই দায়িত্ব পেতে পারেন ম্যাথিউ শর্ট তরুণ আগ্রাসী ব্যাটার জেইক ফ্রেজার-ম্যাগার্ক।

আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির আগে এটিই অস্ট্রেলিয়ার শেষ ওয়ানডে সিরিজ। ফলে এই সিরিজ দিয়েই আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির দল গুছিয়ে ফেলতে চাইবে তারা।

আগামী নভেম্বর মেলবোর্নে শুরু হবে দুদলের প্রথম ওয়ানডে। নভেম্বর অ্যাডিলেইডে দ্বিতীয় ১০ নভেম্বর পার্থে তৃতীয় ওয়ানডে দিয়ে শেষ হবে এই সিরিজ।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়া দল:

প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, কুপার কনোলি, জেইক ফ্রেজার-ম্যাগার্ক, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস অ্যাডাম জ্যাম্পা।

মন্তব্য করুন: