একাদশে তিন স্পিনার নিয়ে সিরিজ বাঁচাতে নামছে পাকিস্তান
১৪ অক্টোবর ২০২৪
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে তিন স্পিনার নিয়ে মাঠে নামছে পাকিস্তান। দুই ম্যাচ আগেও একাদশে চার পেসার নিয়ে মাঠে নামা দলটি ইতিহাসে প্রথমবারের মতো মাত্র একজন পেসার নিয়ে খেলবে।
মঙ্গলবার মুলতানে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগের দিন চার পরিবর্তন নিয়ে একাদশ ঘোষণা করে পাকিস্তান। অসুস্থতার কারণে দলে নেই আগের ম্যাচে খেলা লেগ-স্পিনার আবরার আহমেদ।
সোমবার সিরিজের শেষ দুই টেস্টের জন্য ঘোষণা করা দলে বড় ধরনের চমক রাখে পাকিস্তান। অফ-ফর্ম ও ফিটনেসজনিত কারণ দেখিয়ে দল থেকে বাদ দেওয়া হয় অভিজ্ঞ ব্যাটার বাবর আজম, বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি ও ডানহাতি পেসার নাসিম শাহকে।
বাবরের জায়গায় এই ম্যাচ দিয়ে অভিষেক হচ্ছে কামরান গুলামের। এছাড়াও একাদশে জায়গা পেয়েছেন ভিন্ন ধরনের তিন স্পিনার। তারা হলেন – বাঁহাতি স্পিনার নোমান আলী, লেগ-স্পিনার জাহিদ মেহমুদ ও অফ-স্পিনার সাজিদ খান। একমাত্র পেসার হিসেবে আছেন আমের জামাল।
গত আগস্টে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে চার পেসার নিয়ে মাঠে নেমেছিল পাকিস্তান। ১০ উইকেটে ম্যাচটি হারায় সেবার একাদশ নির্বাচন নিয়ে বেশ সমালোচনা হয়েছিল।
মুলতানে দ্বিতীয় ম্যাচটি খেলা হবে প্রথম টেস্টের উইকেটেই। সেই ম্যাচে ব্যাটিং সহায়ক উইকেটে প্রথম ইনিংসে ৫৫৬ রান করেও ইনিংস ব্যবধানে হেরেছিল পাকিস্তান। ম্যাচের শেষ দিকে পিচে বোলাররা সহায়তা পাওয়ায় ধারণা করা হচ্ছে, দ্বিতীয় টেস্টে পিচে স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন।
দ্বিতীয় টেস্টের পাকিস্তান একাদশ:
আবদুল্লাহ শফিক, সাইম আইয়ুব, শান মাসুদ (অধিনায়ক), কামরান গুলাম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আগা, আমের জামাল, নোমান আলী, সাজিদ খান ও জাহিদ মেহমুদ।
মন্তব্য করুন: