চাকরি হারাচ্ছেন হাথুরুসিংহে, নতুন কোচ সিমন্স
১৫ অক্টোবর ২০২৪
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই হেড কোচ চান্ডিকা হাথুরুসিংহেকে সরিয়ে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন কোচ হিসেবে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত দায়িত্ব পালন করবেন ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্স।
মঙ্গলবার আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে হাথুরুসিংহেকে শোকজ এবং সাসপেন্ড করার ঘোষণা দেন বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ।
ফারুক বলেন, “বরখাস্ত করার আগে আমরা তাঁকে নিয়ম মেনে শোকজ নোটিশ করেছি। ৪৮ ঘণ্টার জন্য সাসপেন্ড করা হয়েছে তাঁকে। এরপর আমরা বরখাস্ত করব। চ্যাম্পিয়নস ট্রফি পর্যন্ত কোচ ফিল সিমন্স।”
মূলত অসদাচরণের জন্যই হাথুরুসিংহেকে বরখাস্ত হচ্ছে বলে জানান বিসিবি সভাপতি।
“দুই তিনটি ঘটনা ঘটেছে, যেগুলি আসলে একজন সাবেক খেলোয়াড় হিসেবে আমার জন্য খুব পীড়াদায়ক ছিল। পাশাপাশি এটা দলের জন্যও খুব একটা ভালো উদাহরণ ছিল না। সেগুলি বিবেচনা করে আজকে আমরা তাঁকে একটা কারণ দর্শাও নোটিশ এবং দায়িত্ব থেকে অব্যহতির চিঠি দিয়েছি।”
মন্তব্য করুন: