প্রথম দল হিসেবে টেস্টে বছরে ১০০ ছক্কা ভারতের

১৯ অক্টোবর ২০২৪

প্রথম দল হিসেবে টেস্টে বছরে ১০০ ছক্কা ভারতের

টেস্ট ইতিহাসে প্রথম দল হিসেবে এক বর্ষপঞ্জিতে ১০০ ছক্কা হাঁকানোর কীর্তি গড়েছে ভারত। নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান বেঙ্গালুরু টেস্টের তৃতীয় দিন দলের হয়ে এই মাইলফলক স্পর্শ করেন বিরাট কোহলি।

শুক্রবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ইনিংসে এজাজ প্যাটেলের করা ৩০তম ওভারের প্রথম বলে লং অফের ওপর দিয়ে ছক্কা হাঁকান কোহলি। আর এতেই টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসের নতুন এক কীর্তি গড়ে ভারত।

২০২৪ সালের আগে এক বর্ষপঞ্জিতে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড ছিল ইংল্যান্ডের। ভারতের গড়া ৮৭ ছক্কার রেকর্ড ভেঙে ২০২২ সালে ৮৯টি ছক্কা হাঁকান দেশটির ব্যাটাররা। গত অক্টোবর বাংলাদেশের বিপক্ষে শেষ হওয়া কানপুর টেস্টে সেই রেকর্ড আবারও নিজেদের করে নেয় রোহিত শর্মার দল।

চলতি বছর আরও ছয়টি টেস্ট বাকি আছে ভারতের। এই ম্যাচের পর নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলবে আরও দুটি। এরপর নভেম্বর-ডিসেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের বিপক্ষে খেলবে বাকি চারটি ম্যাচ।

চলতি বছর ছক্কা মারার দিক দিয়ে নবম ম্যাচ খেলতে থাকা ভারতের ধারের কাছেও নেই কোনো দল। ১৩ ম্যাচে ৬৮ ছক্কা নিয়ে পরের অবস্থানে আছে ইংল্যান্ড। এছাড়া পঞ্চাশের বেশি ছক্কা আছে কেবল নিউ জিল্যান্ডের। ম্যাচ খেলা বাংলাদেশের ছক্কা ২৫টি।

মন্তব্য করুন: