৩৬ বছর পর ভারতের মাটিতে নিউ জিল্যান্ডের টেস্ট জয়
২০ অক্টোবর ২০২৪
তিন যুগের অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতের মাটিতে টেস্ট জিতল নিউ জিল্যান্ড। শেষ দিন সকালে যশপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজদের তোপ সামলে ঘরের মাঠে অপ্রতিরোধ্য ভারতকে ৮ উইকেটে হারিয়েছে কিউইরা।
রোববার বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্টের শেষ দিন স্বাগতিকদের দেওয়া ১০৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা নিউ জিল্যান্ড দিনের দ্বিতীয় বলেই হারায় অধিনায়ক টম ল্যাথামের উইকেট। দারুণ এক ইনসুইং ডেলিভারিতে তাকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন বুমরাহ।
এরপর বুমরাহ-সিরাজ জুটির আগুন ঝরানো বোলিংয়ে রান তুলতে বেশ হিমশিম খায় সফরকারীরা। দলীয় ৩৫ রানে আরেক ওপেনার ডেভন কনওয়েকেও এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন বুমরাহ। কিন্তু দিনের প্রথম ঘণ্টায় এই দুই পেসারের তোপ সামলানোর পর আর অসুবিধায় পড়তে হয়নি তাদের। উইল ইয়ং (৪৮) ও রাচিন রবীন্দ্রর (৩৯) ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে সহজেই জয় পায় নিউ জিল্যান্ড।
ভারতের মাটিতে ১৯৮৮ সালে সবশেষ টেস্ট জিতেছিল কিউইরা। আর সব মিলিয়ে দেশটিতে এটি তাদের তৃতীয় জয়। আর প্রথম জয়টি আসে ১৯৬৯ সালে।
ঘরের মাঠে অপ্রতিরোধ্য ভারতের বিপক্ষে ঐতিহাসিক এই টেস্ট জয়ের ভিতটা গড়ে দিয়েছিল নিউ জিল্যান্ডের পেসাররা। টস হেরে বোলিংয়ে নামা দলটি প্রথম ইনিংসে ভারতকে গুটিয়ে দেয় মাত্র ৪৬ রানে, যা ঘরের মাঠে দেশটির সর্বনিম্ন। এরপর রবীন্দ্রর দুর্দান্ত শতকে নিজেদের প্রথম ইনিংসে ৪০২ রানের সংগ্রহ পায় কিউইরা।
৩৫৬ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ভালোই জবাব দিচ্ছিল ভারত। সরফারাজ খান ও রিশাভ পান্তের আগ্রাসী ব্যাটিংয়ে একটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়েছিল রোহিত শর্মার দল। কিন্তু দ্বিতীয় নতুন বল হাতে নেওয়ার পর আবারও ম্যাচের চিত্র পাল্টে দেন সফরকারী পেসাররা। ৫৪ রানে ভারতের শেষ ৭ উইকেট তুলে নিয়ে তাদের ৪৬২ রানে গুটিয়ে দেয়।
ম্যাচসেরা হয়েছেন রবীন্দ্র। আগামী বুধবার পুনেতে মাঠে শুরু হবে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টেস্ট।
মন্তব্য করুন: