যে পরিকল্পনায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

২০ অক্টোবর ২০২৪

যে পরিকল্পনায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে চান্ডিকা হাথুরুসিংহের অধীনে অনুশীলন শুরু করেছিল বাংলাদেশ দল। কিন্তু নাজমুল হোসেন শান্তর দল সিরিজ খেলতে নামছে ফিল সিমন্সের অধীনে। নতুন কোনো পরিকল্পনা না পাওয়ায় প্রথম টেস্টে মিরপুরে খেলার অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।

গত বুধবার সাবেক হেড কোচ হাথুরুসিংহেকে বরখাস্ত করার ঘোষণা দিয়ে নতুন কোচ হিসেবে সিমন্সের নাম ঘোষণা করেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। দলের দায়িত্ব নিতে পরদিনই বাংলাদেশে আসেন সিমন্স।

প্রোটিয়াদের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগের দিন রোববার সংবাদ সম্মেলনে শান্ত জানান, ম্যাচের জন্য নতুন কোচ এখনও তেমন কোনো পরিকল্পনা করেননি। তিনি আপাতত দলের অবস্থা বোঝার চেষ্টা করছেন।

এখন পর্যন্ত খুব বেশি পরিকল্পনা দেননি। কারণ নতুন মানুষ উনি, বোঝার চেষ্টা করছেন। কিন্তু আমরা যারা খেলোয়াড়রা আছি বা অধিনায়ক হিসেবে আমি জানি যে, আমি কী করতে চাই এই টেস্ট ম্যাচটাতে, আমাদের টিমটা কীভাবে খেলতে চায়। তাই প্রত্যেকটা খেলোয়াড় তার দায়িত্ব সম্পর্কে অবগত আছেন।

কোচ কোনো পরিকল্পনা না দিলেও নিজের করা পরিকল্পনায় প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামার কথা জানান অধিনায়ক শান্ত। এক্ষেত্রে মিরপুরে ক্রিকেটারদের আগের অভিজ্ঞতার ওপর জোর দেন তিনি।

কোচকে আমি আমার ওই প্ল্যানটা শেয়ার করেছি, যেটাতে কোচ একমত। আমি মনে করি যে, যেহেতু আমরা এই মাঠে অনেক ম্যাচ খেলেছি, আমাদের খুব ভালো একটা অভিজ্ঞতা আছে। তো ওই অভিজ্ঞতাটাই কাজে লাগাব। আগের কোচ বা এই কোচ এতকিছু মেলানোর আমি কিছু মনে করি না কারণ, খেলোয়াড়রা অনেক অভিজ্ঞ এই মাঠে খেলার জন্য।

হাথুরুসিংহে চলে যাওয়ায় দল তাকে মিস করবে কি না জানতে চাওয়া হলে কিছুটা ঘুড়িয়ে উত্তর দিয়ে শান্ত বলেন, “অবশ্যই, ভালো সময়, খারাপ খারাপ সময় দুটিই ছিল। আমরা ওই সময় বেশ কিছু ম্যাচ জিতেছি, বেশ কিছু ম্যাচ হেরেছি। কিন্তু আমাদের সামনের দিকে দেখতে হবে। তাই এখন আর পেছনে তাকিয়ে লাভ নেই। আমার মনে হয়, আমরা সামনের ম্যাচটা কত ভালোভাবে খেলি এটা গুরুত্বপূর্ণ।

সোমবার সকাল ১০ টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে মাঠে নামবে দুদল।

মন্তব্য করুন: